ইরানে ‘সরকার পরিবর্তনের’ এটিই সুযোগ, সাবেক যুবরাজের উস্কানি

ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি
ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি  © ফাইল ফটো

ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ইরানে একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতিকে ‘ঐতিহাসিক সুযোগ’ হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির সাবেক যুবরাজ রেজা পাহলভি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র লরা কুয়েনসবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শাসনব্যবস্থা পরিবর্তনে এটাই সময়।’

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে রেজা পাহলভি বর্তমানে নির্বাসনে রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে ইরানে গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে মত দিয়ে আসছেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, “সাম্প্রতিক হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বের ভেতর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এতে করে আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন শাসনব্যবস্থা এখন সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে। ইরানি জনগণ যদি এখনই রাস্তায় নামে, তাহলে এই স্বৈরশাসনের ইতি ঘটানো সম্ভব।”

বিশ্ব নেতাদের প্রতি আহ্বান
রেজা পাহলভি কেবল দেশবাসী নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়কেও আহ্বান জানিয়েছেন এই পরিস্থিতিতে নিষ্ক্রিয় না থাকতে। তিনি বলেন, “নিষেধাজ্ঞা আরোপের বাইরে গিয়ে বিশ্বের গণতান্ত্রিক শক্তিগুলোকে এখন স্পষ্টভাবে দেখাতে হবে যে, তারা ইরানি জনগণের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের পক্ষে।”

তার মতে, এখনই সময় ইরানের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর। রেজা পাহলভি আরও বলেন, “ইরানের জনগণ ইতোমধ্যেই পূর্বের চেয়ে অনেক বেশি উজ্জীবিত। এখন দরকার আন্তর্জাতিক সহায়তা।”

সাম্প্রতিক কয়েকদিন ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক উত্তেজনা বেড়েছে। ‘রাইজিং লায়ন’ নামের ইসরায়েলি অভিযানে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়। এতে বহু জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। এই পটভূমিতে রেজা পাহলভির মন্তব্যকে অনেকেই ইরানে শাসনব্যবস্থার পরিবর্তনের একটি রাজনৈতিক সংকেত হিসেবে দেখছেন।

উল্লেখ্য, রেজা পাহলভি বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং ইরানের বর্তমান শাসনব্যবস্থার বিরুদ্ধে জনমত তৈরির চেষ্টায় সক্রিয় থেকেছেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি ইসরায়েল সফরও করেছেন।

সূত্র: বিবিসি


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!