ইরান চলতি বছর মহাকাশগামী ক্যাপসুল বানাবে

ইরানের মহাকাশ যান
ইরানের মহাকাশ যান  © সংগৃহীত

চলতি ইরানি বছরের শেষ নাগাদ বেশ কয়েকটি উপগ্রহ ও মহাকাশ উৎক্ষেপণ যান উৎক্ষেপণের পরিকল্পনা ঘোষণা করেছে ইরান। পাশাপাশি দেড় হাজার কেজি ওজনের একটি জৈবিক ক্যাপসুল তৈরির পরিকল্পনাও ঘোষণা করেছে দেশটি, যা একজন মানুষকে মহাকাশে বহন করতে সক্ষম।

ইরানের মহাকাশ সংস্থার প্রধান এবং উপ-আইসিটি মন্ত্রী হাসান সালারিয়ে জানিয়েছেন, দেশটি পারস্য ক্যালেন্ডার ১৪০৪ (২০২৫-২৬) সালে সিরিজ আকারে দেশীয় এবং আন্তর্জাতিক উপগ্রহ উৎক্ষেপণ করবে। এসব উপগ্রহের মধ্যে রয়েছে সিমোর্গ এবং অপ্টিমাইজড সিমোর্গ ও জোলজানা। এ ছাড়া কায়েম ১০০ উৎক্ষেপণ যান উৎক্ষেপণ করা হবে।

আরও পড়ুন: জবি ‘বি’ ইউনিটের আসন পরিবর্তন নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ

তিনি জানান, জাফর ও পায়া উপগ্রহ উৎক্ষেপণে ১৪০৩ সালকে নির্ধারণ করা হলেও উৎক্ষেপণ বিলম্বিত হয় এবং এখন ১৪০৪ সালের জন্য তা পুনর্নির্ধারণ করা হয়েছে। 
খবর মেহর নিউজ


সর্বশেষ সংবাদ