বিদ্যুতের সাবস্টেশনে আগুন, বন্ধ লন্ডনের হিথ্রো বিমানবন্দর
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১১:২৫ AM , আপডেট: ২১ মার্চ ২০২৫, ১১:৩৫ AM

লন্ডনের হিথ্রো বিমানবন্দর শুক্রবার (২১ মার্চ) সারা দিন বন্ধ থাকবে। বিমানবন্দরের কাছাকাছি একটি বিদ্যুতের সাবস্টেশনে আগুন লাগায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
হিথ্রো কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, আগুনের কারণে বিমানবন্দরে ‘উল্লেখযোগ্য বিদ্যুৎ বিভ্রাট’ চলছে।
এতে আরও বলা হয়, ‘আমাদের যাত্রী এবং সহকর্মীদের নিরাপত্তা বজায় রাখার জন্য, হিথ্রো বিমানবন্দর ২১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে।’
যাত্রীদের এ সময়ের মধ্যে বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়ে হিথ্রো কর্তৃপক্ষ বলেছে, ‘আরও তথ্যের জন্য যাত্রীদের বিমান সংস্থার সাথে যোগাযোগ করা উচিত। সাময়িক এ অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’
হিথ্রোর একজন মুখপাত্র বলেছেন, ‘অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে আছেন, কিন্তু বিদ্যুৎ কখন নির্ভরযোগ্যভাবে পুনরুদ্ধার করা যাবে সে সম্পর্কে আমাদের স্পষ্টতা নেই। কর্মীরা পরিস্থিতি সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করছেন।’
আরও পড়ুন: অদম্য জরিনা: সংগ্রাম থেকে স্বাবলম্বী হওয়ার এক অনন্য গল্প
বিমানবন্দরটি আবার চালু না হওয়া পর্যন্ত যাত্রীদের ‘কোনো পরিস্থিতিতে’ সেখানে যাওয়া ঠিক হবে না বলেও জানিয়েছেন তিনি।
হিথ্রো যুক্তরাজ্যের বৃহত্তম বিমানবন্দর, যেখানে প্রতিদিন প্রায় ১ হাজার ৩০০ বিমান ওঠানামা করে। গত বছর রেকর্ড ৮৩.৯ মিলিয়ন যাত্রী এই বিমানবন্দরের টার্মিনাল দিয়ে ভ্রমণ করেছেন।