আমেরিকায় ডিমের মূল্যবৃদ্ধির জন্য দায়ী বাইডেন: ট্রাম্প  

মার্কিন কংগ্রেস ডোনাল্ড ট্রাম্প। তার পেছনে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও স্পিকার মাইক জনসন।
মার্কিন কংগ্রেস ডোনাল্ড ট্রাম্প। তার পেছনে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও স্পিকার মাইক জনসন।   © এএফপি

মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কিছুদিন ধরে ভোগ্যপণ্যের দাম বাড়লেও বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে ডিমের বাজারে এখনও চড়া দাম বিরাজ করছে। এই সংকট মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  

ডোনাল্ড ট্রাম্প এই মূল্যবৃদ্ধির জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘ডিমের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে,’ এবং এই পরিস্থিতি সামাল দিতে তিনি কঠোরভাবে কাজ করছেন। ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রকে আবার সাশ্রয়ী করার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি এবং কর্মজীবী পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছেন।  

এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি দাবি করেন, বাইডেনের নীতির কারণেই ডিমের দাম বেড়েছে। তার বক্তব্য অনুযায়ী, বাইডেন প্রশাসন লক্ষ লক্ষ মুরগি মেরে ফেলায় এই সংকট সৃষ্টি হয়েছে। অন্যদিকে, বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, ভাইরাসজনিত কারণে কোটি কোটি মুরগির মৃত্যু হওয়ায় ডিমের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে এবং এর ফলে দাম বেড়েছে।  

ট্রাম্প আরও বলেন, ‘আমেরিকান ড্রিম কখনোই থামবে না। দেশ এক অভূতপূর্ব পুনর্জাগরণের মধ্য দিয়ে যাচ্ছে, যা বিশ্ব আগে কখনো দেখেনি।’ তিনি দাবি করেন, গত ছয় সপ্তাহে প্রায় ১০০টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন এবং ৪০০-র বেশি কার্যক্রম বাস্তবায়ন করেছেন, যা যুক্তরাষ্ট্রে নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে সাহায্য করেছে।  

এটি মার্কিন কংগ্রেসে ট্রাম্পের প্রথম ভাষণ ছিল, যেখানে তিনি তার প্রশাসনের সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, তার সরকার ৪৩ দিনের মধ্যে যে সাফল্য অর্জন করেছে, তা অন্য প্রশাসন ৪ বা ৮ বছরেও করতে পারে না।  

তিনি আরও দাবি করেন, তার সরকার যুক্তরাষ্ট্রে ‘বাকস্বাধীনতা’ পুনঃস্থাপন করেছে এবং একাধিক নির্বাহী আদেশ বাস্তবায়ন করেছে। ট্রাম্প বলেন, তিনি একটি নির্বাহী আদেশের মাধ্যমে ‘নারীদের খেলাধুলায় পুরুষদের অংশগ্রহণ নিষিদ্ধ’ করেছেন এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন যে মানব প্রজাতির মাত্র দুটি লিঙ্গ রয়েছে—পুরুষ ও নারী।


সর্বশেষ সংবাদ