গাজায় যেকোনো মুহূর্তে যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫১ PM , আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৩ PM

যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ গাজা উপত্যকায় "যে কোনো মুহূর্তে" যুদ্ধ পুনরায় শুরু করতে প্রস্তুত।
গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি) দেশটির সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে নেতানিয়াহু এ হুমকি দেন। তখন তিনি আরো বলেন, গাজায় আমরা হামাসের সংঘবদ্ধ বাহিনীকে শেষ করে দিয়েছি। কোনো সন্দেহ থাকবে না-আমরা যুদ্ধের সম্পূর্ণ লক্ষ্য অর্জন করব। খবর আল-জাজিরার।
এছাড়াও যুদ্ধের লক্ষ্যগুলো আলোচনা করেন তিনি এবং অন্য বিভিন্ন উপায়ে সম্পন্ন করা হবে বলে প্রতিশ্রুতি দেন। সম্পূর্ণ বিজয়ের প্রতিশ্রুতিও দেন নেতানিয়াহু। যুদ্ধবাহিনীকে ভেঙে ফেলা হবে এবং হামাসকে গাজা শাসন করতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে, যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী শনিবার (২২ ফেব্রুয়ারি) ছয় জিম্মিকে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর বিনিময়ে ছয় শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেয়ার কথা থাকলেও তা অমান্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
উল্লেখ্য, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয়। তিন ধাপের এই যুদ্ধবিরতিটির প্রথম ধাপ এখন চলছে। যা শিগগিরই শেষ হবে। এই প্রথম ধাপে ইসরায়েলের ৩৩ জিম্মিকে ফেরত দেওয়ার কথা ছিল হামাসের। যা তারা রেখেছে।