রোজা শুরুর তারিখ ঘোষণা কিরগিজস্তানের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১১ PM
পবিত্র রমজান মাস শুরুর প্রহর গুণছেন বিশ্বের সব ধর্মপ্রাণ মুসল্লি। আগামী ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যসহ ইসলামিক বিশ্বের দেশগুলোতে রমজানের চাঁদ দেখার তারিখ নির্ধারণ করা হয়েছে। অপরদিকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ১ মার্চ চাঁদ দেখা কমিটিগুলোর বৈঠক হবে।
তবে সরাসরি চাঁদ না দেখেই বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করে পবিত্র রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করেছে মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান। দেশটির ইসলাম ধর্মবিষয়ক পরিচালনা পর্ষদ ‘স্প্রিচুয়াল অ্যাডমিনিস্ট্রেশন অব মুসলিম’ জানিয়েছে, আগামী ১ মার্চ হবে রমজানের প্রথম দিন। সে হিসাবে ২৮ ফেব্রুয়ারি রাতে দেশটির সব মসজিদে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে।
তারা বলেছে, কাজাখস্তান, তুরস্ক, আজারবাইজান ও উজবেকিস্তানের বিজ্ঞানীদের সঙ্গে পরামর্শ করেই রমজান শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। অপরদিকে আগামী ৩১ মার্চ ঈদুল ফিতর পালিত হতে পারে বলেও জানিয়েছে তারা।
সূত্র: একিআই প্রেস