সরকারি প্রতিষ্ঠানে ডিপসিক ব্যবহার নিষিদ্ধ করল তাইওয়ান

 ডিপসিক
ডিপসিক  © সংগৃহীত

নিজেদের সরকারি সব প্রতিষ্ঠানে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা উৎপাদনকারী কোম্পানি ডিপসিকের যাবতীয় পণ্য ব্যবহার নিষেধাজ্ঞা দিয়েছে তাইওয়ানের সরকার। শুক্রবার (৩১ জানুয়ারি) তাইওয়ানের ডিজিটাল অ্যাফেয়ার্স-বিষয়ক মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।

বিবৃতিতে বলা হয়েছে, যেহেতু ডিপসিক চীনা কোম্পানি, তাই তাইওয়নের সরকারি কর্মকর্তা-কর্মীরা এই কোম্পানির পণ্য ব্যবহার করলে গুরুত্বপূর্ণ সরকারি তথ্য চীনে পাচার হওয়ার সমুহ আশঙ্কা থাকার কারণেই দেওয়া হয়েছে এ নিষেধাজ্ঞা।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকারি সব দপ্তর, স্কুল-কলেজ ও শিক্ষাকেন্দ্রসহ যাবতীয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের ক্ষেত্রেই এ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। সেই সঙ্গে যেসব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সরকারি তহবিল গ্রহণ করে, সেসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মীরাও এর আওতায় পড়বেন।

আরও পড়ুন: মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ বাড়ল ৬ মাস

প্রঙ্গত, চীনা কোম্পানি ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত একট চ্যাটবট সম্প্রতি বিভিন্ন দেশে তোলপাড় তৈরি করেছে। ডিপসিকের নতুন মডেল আর-১ বাজারে আসার পর বিশ্বের অন্যতম বড় চিপ ফার্ম এনভিডিয়ার মার্কেট ভ্যালু ৬০০ বিলিয়ন কমে গেছে।

বিবিসি জানিয়েছে, ডিপসিকের কারণে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত কেঁপে উঠেছে। কারণ তারা দাবি করেছে, তাদের আর-১ মডেলটি তৈরি করতে মাত্র ৬ মিলিয়ন ডলার খরচ হয়েছে। যেখানে অন্যান্য এআই প্রতিষ্ঠানগুলো একই জিনিস তৈরিতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে। ডিপসিক এত কমে চ্যাটবট তৈরি করার পর এই খাতের ওপর যুক্তরাষ্ট্রের প্রভাব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ ছাড়া চ্যাটবটের ওপর মার্কিন ফার্মগুলো যে পরিমাণ অর্থ বিনিয়োগের কথা বলে আসছিল, সেটিও প্রশ্নের মুখে পড়েছে।

আরও পড়ুন: ওয়াশিংটনে বিমান-হেলিকপ্টার সংঘর্ষে ৪১ মরদেহ উদ্ধার

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে বড় ও পরিচিত চ্যাটজিপিটির সর্বশেষ যে চ্যাটবটটি বাজারে ছাড়া হয়েছে, সেটির সঙ্গে ডিপসিকের তুলনা করে দেখা গেছে, এটি বেশ কিছু ক্ষেত্রে চ্যাটজিপিটির সমান দক্ষতাই দেখিয়েছে।

ওপেনএআইয়ের প্রধান স্যাম আল্টম্যান ডিপসিকের প্রশংসা করেছেন। বিশেষ করে এটি কমদামে যে মানুষকে সেবা দিতে পারছে এই বিষয়টি তার পছন্দ হয়েছে বলে জানিয়েছেন তিনি।


সর্বশেষ সংবাদ