কানাডা ও মেক্সিকোর পণ্যে কাল থেকে ২৫ শতাংশ শুল্ক বসাচ্ছেন ট্রাম্প

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প
ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প  © এএফপি

কানাডা ও মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসাচ্ছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামীকাল  (১ ফেব্রুয়ারি) থেকে তা কার্যকর হতে যাচ্ছে। তবে তিনি জানিয়েছেন, তেল আমদানির ক্ষেত্রে এই শুল্ক কার্যকর হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন। খবর বিবিসির।

ট্রাম্প বলেন, আমাদের সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ অবৈধ অভিবাসী ও ফেন্টানিল প্রবেশ করছে, যা যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর। পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতিও রয়েছে। এসব সমস্যা সমাধানের জন্যই আমি এই শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছি।

এ ছাড়াও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি এখনো চীনের পণ্যে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছেন। তিনি জানান, আগে ১০ শতাংশ হারের কথা বলা হলেও শুল্ক আরও বাড়তে পারে। তিনি অভিযোগ করেন, চীন যুক্তরাষ্ট্রে ফেন্টানিল সরবরাহের ফলে হাজার হাজার মার্কিন নাগরিক মারা যাচ্ছে।

ট্রাম্পের এই শুল্ক নীতির কারণে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ আবার শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ট্রাম্প প্রথম মেয়াদে যেভাবে চীনের ওপর একের পর এক শুল্ক আরোপ করেছিলেন তার পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের পর থেকে যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের আমদানি মোটামুটি একই পর্যায়ে রয়েছে।

নির্বাচনী প্রচারকালে ট্রাম্প চীনা পণ্যের ওপর ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। কিন্তু হোয়াইট হাউসে ফিরে আসার পরপরই এ সংক্রান্ত কোনো পদক্ষেপ না নিয়ে তার প্রশাসনকে বিষয়টি পর্যালোচনা করতে বলেছেন।


সর্বশেষ সংবাদ