ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকের আয়োজন করতে মরিয়া ভারত

  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। আগামী ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে হতে পারে এই বৈঠক। দুটি ভারতীয় সূত্রের বরাতে বুধবার (২২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি এবং দক্ষ শ্রমিক ভিসা পাওয়ার ক্ষেত্রে সুবিধা তৈরিতে আগ্রহী ভারত। এই বিষয়গুলো সম্ভাব্য বৈঠকের এজেন্ডায় থাকবে। অভিবাসন, প্রযুক্তি ও প্রতিরক্ষায় সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করতে চায় ভারত। তবে ফেব্রুয়ারিতে বৈঠকটি অনুষ্ঠিত হবে কি না তা এখনো নিশ্চিত নয়।

সূত্রগুলোর দাবি, বছরের পরবর্তী সময়ে কোয়াড জোটের বার্ষিক সম্মেলনের সময়েও বৈঠক হতে পারে। হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তন ভারতের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছে। এ কারণে তিনি পাল্টা ব্যবস্থা নেবেন।

তবে রয়টার্স বলছে, নয়াদিল্লি ওয়াশিংটনকে কিছু ছাড় দেওয়ার জন্য প্রস্তুত। এমনকি মার্কিন বিনিয়োগ আকর্ষণের জন্য প্রয়োজনে প্রণোদনা দিতেও আগ্রহী।

ট্রাম্প ২০২০ সালের ফেব্রুয়ারিতে ভারতে সফর করেছিলেন। সে সময় তিনি মোদীর রাজ্য গুজরাটে প্রায় এক লাখ ভারতীয়র উপস্থিতিতে এক সমাবেশে বক্তব্য রাখেন এবং ভারতকে ‘অবিশ্বাস্য বাণিজ্য চুক্তি’ দেওয়ার প্রতিশ্রুতি দেন।

যুক্তরাষ্ট্র বর্তমানে ভারতের বৃহত্তম বাণিজ্য সহযোগী। ২০২৩-২৪ সালে দুই দেশের মধ্যে বাণিজ্য ১১ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। তথ্যপ্রযুক্তি পেশাদারদের জন্য যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার প্রধান উৎস ভারত। এটি সাধারণত দক্ষ কর্মীদের দেওয়া হয়।

বর্তমানে ভারতের বৃহত্তম বাণিজ্য সহযোগী যুক্তরাষ্ট্র। ২০২৩-২৪ সালে দুই দেশের মধ্যে বাণিজ্য ১১ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। তথ্যপ্রযুক্তি পেশাদারদের জন্য যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার প্রধান উৎস ভারত। এটি সাধারণত দক্ষ কর্মীদের দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence