একদিনে ৫ ইসরায়েলি মারকাভা ট্যাংক ধ্বংস করলো হামাস

মারকাভা ট্যাংক
মারকাভা ট্যাংক  © সংগৃহীত

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন ও স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেড একদিনে দখলদার ইসরাইলের পাঁচটি মারকাভা ট্যাংক ধ্বংস করেছে।

শনিবার (৪ জানুয়ারি) এক বিবৃতিতে কাসসাম ব্রিগেড জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে তারা এসব ট্যাংক ধ্বংস করে। খবর মেহের নিউজের।

সংগঠনটি জানায়, তারা প্রথমে জাবালিয়া শহরের পশ্চিমাঞ্চলে একটি ট্যাংক ধ্বংস করে। পরে একই শহরের পশ্চিমাঞ্চলে হামাস যোদ্ধারা আরও চারটি ট্যাংক ধ্বংস করতে সক্ষম হয়।

ইসরায়েলের একটি অ্যাপাচি হেলিকপ্টারকেও টার্গেট করে কাসাম ব্রিগেডের যোদ্ধারা। তারা হেলিকপ্টারে রকেট হামলা চালায়। তবে এ ব্যাপারে ইসরাইলের সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০২৪ সালজুড়ে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষ আরও তীব্র হয়ে উঠেছিল। তাই ২০২৪ সাল ছিল ফিলিস্তিনের দুঃখ-দুর্দশার বছর। যুদ্ধ, দখলদারিত্ব এবং মানবিক সংকট গাজার পরিস্থিতিকে অত্যন্ত জটিল করে তোলে।

এখনো পর্যন্ত ১০ হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে, তারা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। আর মরদেহগুলো বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে। 


সর্বশেষ সংবাদ