চিন্ময়ের জামিনের জন্য ইসকনের বিশেষ প্রার্থনার আয়োজন কলকাতায়
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১০:৫১ AM , আপডেট: ০২ জানুয়ারি ২০২৫, ১০:৫১ AM
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি আজ। তার জামিনের জন্য বিশেষ প্রার্থনা করবে হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের কলকাতা শাখা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে তার জামিন শুনানি হওয়ার কথা।
প্রার্থনায় ইসকনের পণ্ডিত এবং সাধারণ ভক্তরা অংশগ্রহণ করবেন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে সৈকত জৈন নামের এক ইসকন ভক্ত বলেন, ‘পণ্ডিত এবং ভক্তরা চিন্ময় দাশের জন্য বিশেষ প্রার্থনা করবেন। বাংলাদেশের মানবিকতাকে প্রাধান্য দেওয়া উচিত। যেসব বাংলাদেশি এখন কলকাতায় আছে, তারাও তার মুক্তির ব্যাপারে আশা করছে।’
গত ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েক দিন পর গত ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়।
তাকে গ্রেপ্তারের পর এ নিয়ে ভারতে বেশ মাতামাতি শুরু হয়। এদিকে ইসকনের কলকাতা শাখা চিন্ময় দাসকে নিয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করলেও; সংগঠনটির বাংলাদেশ শাখা বলেছে তার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। কারণ তাকে আগেই বহিষ্কার করা হয়েছে এ শাখা থেকে।