ভারতের ‘দরিদ্রতম’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়  © সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় দেশটর ‘দরিদ্রতম’ মুখ্যমন্ত্রী। সাম্প্রতিক এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। সমীক্ষা বলছে, সম্পত্তির নিরিখে বর্তমানে দেশটির ‘দরিদ্রতম’ মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ তথ্য প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম (এডিআর) নামের এক বেসরকারি সংস্থা।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআই এডিআরে তথ্য উদ্ধৃত করে জানিয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ১৫ লাখ টাকার সম্পত্তি রয়েছে।

অন্যদিকে ধনীর তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু, যার ৯৩১ কোটি টাকার বেশি মূল্যের সম্পত্তি আছে। তার পরেই রয়েছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডু। এই বিজেপি নেতার মোট সম্পত্তির পরিমাণ ৩৩২ কোটি টাকার বেশি।

এছাড়া কংগ্রেসশাসিত কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার মোট সম্পত্তির পরিমাণ ৫১ কোটি টাকার বেশি।

এদিকে ভারতের দ্বিতীয় ‘দরিদ্রতম’ মুখ্যমন্ত্রী হলেন জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। তার মোট সম্পত্তি ৫৫ লাখ টাকা মূল্যের।

এডিআরের তথ্য মতে, ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তি পরিমাণ ৫২ কোটি ৫৯ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে ভারতে মাথাপিছু আয়ের গড় এক লাখ ৮৫ হাজার ৮৫৪ টাকা।

মুখ্যমন্ত্রীদের মাথাপিছু আয়ের গড় ১৩ লাখ ৬৪ হাজার ৩১০ টাকা, অর্থাৎ দেশের মাথাপিছু আয়ের গড়ের তুলনায় প্রায় সাড়ে সাত গুণ বেশি। [বিবিসি বাংলা]


সর্বশেষ সংবাদ