পিএইচডি ছেড়ে কনটেন্ট ক্রিয়েটর হয়ে কোটিপতি এই ইউটিউবার

জারা ডর
জারা ডর  © সংগৃহীত

ওনলি ফ্যানসের জন্য ভিডিও বানাবেন বলে পিএইচডি ছেড়েছেন এই জনপ্রিয় ইউটিউবার। নিজেরই একটি ভিডিও পোস্ট সেই কথা জানালেন জারা ডর। জানালেন এই সিদ্ধান্ত কতটা স্ট্রেসের ছিল তার জন্য। জারার গল্প শুনে তাজ্জব নেটিজেনরা। কেউ কেউ আবার প্রশ্ন তুললেন তার সিদ্ধান্ত নিয়ে।

এক্স হ্যান্ডেল অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে এক ব্যক্তি একটি ভিডিও পোস্ট করেন জারা ডরের। সেখানে জারাকে বলতে শোনা যাচ্ছে, আমি আমার পিএইচডি ছেড়ে দিয়েছি। পিএইচডি ছাড়ার সিদ্ধান্ত বিয়ে আমি ভীষণ কেঁদেছি, ভীষণই। আমি যে বিষয়টা নিয়ে খুব কষ্টে ছিলাম সেটা কিন্তু নয়। কিন্তু আমার পক্ষে সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন আর স্ট্রেসের ছিল।

তিনি এদিন আরও জানান, আমি এসবে আরও কিছু পর এসেছি। কিন্তু ওনলি ফ্যানস এবং কন্টেন্ট ক্রিয়েশন করতে শুরু করলাম যখন পুরোদমে তখন সেটা কেবল একটা ক্যারিয়ার চয়েজ ছিল না আমার জন্য। ব্যাপারটা অনেকটাই জুয়া খেলার মতো ছিল, তাও আমার গোটা জীবন এবং তার অভিমুখ নিয়ে।

এই ভিডিও পোস্ট করে লেখা হয়, জনপ্রিয় ইউটিউবার জারা ডর তার পিএইচডি ছেড়ে ওনলি ফ্যানসের কন্টেন্ট ক্রিয়েটর হন তাও ফুল টাইমার হিসেবে। উনি সাধারণত নিউট্রাল ওয়ার্কস, মেশিন লার্নিং এবং অন্যান্য টেকনিক্যাল জিনিস পত্র নিয়ে ভিডিও বানাতেন। এবার একেবারেই অন্য ধরনের জিনিস নিয়ে ভিডিও বানাবেন। আপনাদের কী মত?

কেউ কেউ এই ভিডিওতে জানিয়েছেন জারার এই সিদ্ধান্ত একেবারেই ঠিক নয়। কেউ আবার ভিডিওতে দেখতে পাওয়া তার পোশাককে ইঙ্গিত করে বলেন, জামাকাপড় দেখে বোঝাই যাচ্ছে কেমন ভিডিও বানাবেন। তৃতীয় জন লেখেন, খুব সাধারণ চয়েজ। নিজেকে মিডিওকার প্রমাণ করলেন।

জানা যায়, জারা ডর কিন্তু কম্পিউটার সায়েন্সের উপর পিএইচডি করছিলেন। ইঞ্জিনিয়ার হয়েও তিনি কন্টেন্ট বানিয়ে ১২ কোটি ৭০ লাখ টাকার বেশি আয় করেন। বাড়ির সমস্ত ধার দেনা শোধ করেছেন।

 


সর্বশেষ সংবাদ