স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে কোপাল যুবক, অতপর...

ছাত্রীকে কোপানোর পর যুবককে পিটুনি দেয় জনতা
ছাত্রীকে কোপানোর পর যুবককে পিটুনি দেয় জনতা  © হিন্দুস্তান টাইমস

আরজি করের ধর্ষণকাণ্ড নিয়ে গোটা ভারত উত্তাল। এরমধ্যে বেলঘরিয়ায় ভয়াবহ কাণ্ড। স্কুল থেকে ফেরার সময় এক ছাত্রীর ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে এক যুবক। তাকে বাঁচাতে গিয়েছিলেন মা। তার ওপরও হামলা চালানো হয়েছে। ঘটনার পরই যুবককে ধরে ফেলে উত্তেজিত জনতা। তাকে মারধর করা হয়।

আহত ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরই উত্তেজিত জনতা বুধবার বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায়। জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী নবম শ্রেণির। সে স্কুল থেকে বাড়ি ফিরছিল। সে সময় অভিজিৎ দত্ত নামের যুবক তার পথ আটকায়। টানেলের মধ্যেই কাটারি হাতে বসেছিল অভিজিৎ।

মেয়েটিকে দেখতে পেয়েই ঝাঁপিয়ে পড়ে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। তাকে বাঁচাতে তার মা ছুটে আসেন। তার ওপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। 

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি, বহু হতাহতের শঙ্কা

ছাত্রীকে আগে থেকেই চিনত যুবক। কোনও কারণে ছাত্রীর সঙ্গে তার বচসা হয়েছিল। তারই পরিণতিতে প্রতিশোধ নেওয়ার জন্য এ হামলা চালায় বলে অভিযোগ। তবে পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে। এবার কলকাতার কাছেই স্কুলছাত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence