ঈদুল আজহার তারিখ ঘোষণা করল সৌদি আরব

চাঁদ দেখার পর সৌদি আরবের সুপ্রিম কোর্ট এ ঘোষণা দিয়েছে
চাঁদ দেখার পর সৌদি আরবের সুপ্রিম কোর্ট এ ঘোষণা দিয়েছে  © প্রতীকী ছবি

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ হিসেবে দেশটিতে আগামী ১৬ জুন (রবিবার) ঈদুল আজহা উদযাপিত হবে। 

চাঁদ দেখার পর সৌদি আরবের সুপ্রিম কোর্ট আজ বৃহস্পতিবার (৬ জুন) এ ঘোষণা দিয়েছে বলে গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।

সৌদি সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে, ১৫ জুন আরাফাতের দিন এবং ১৬ জুন ঈদুল আজহার প্রথম দিন।

এদিকে ওমানে আজ চাঁদ দেখা না যাওয়ায় আগামী ১৭ জুন দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে। অন্যদিকে, বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি আগামীকাল শুক্রবার (৭ জুন) ঈদুল আজহার তারিখ ঘোষণা করবে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!