ফের ভারতের ক্ষমতায় আসার পথে মোদি, ধাক্কাও খাচ্ছে বিজেপি জোট

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে
ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে  © আনন্দবাজার

ভারতে সাত দফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। আজ মঙ্গলবারই (৪ জুন) সব আসনের ফলাফল ঘোষণা করা হবে। এখন পর্যন্ত গণনায় ক্ষমতাসীন দল বিজেপির এনডিএ জোট এগিয়ে রয়েছে। ফলে নরেন্দ্র মোদী তৃতীয়বার কেন্দ্রীয় সরকার গড়তে চলেছেন বলে আভাস দিয়েছে দেশটির গণমাধ্যম। তবে তাঁর ‘৪০০ পার’ স্লোগান ধাক্কা খেতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ৫৪৩টি আসনের মধ্যে এ পর্যন্ত ৫১৮টির ভোট গণনার তথ্য এসেছে। এতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৭৯টি আসনে এগিয়ে আছে। ফল ঘোষিত একটি আসনে জিতেছে বিজেপি। অপরদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ২১৮টি আসনে এগিয়ে আছে।

অন্য দলগুলো পেয়েছে ২২টি আসন। ক্ষমতায় যেতে হলে ২৭২টি আসনে জয়ী হতে হবে। ২০১৯ সালের নির্বাচনে এনডিএ ৩৫২টি আসন পেয়েছিল। সে হিসাবে এবার তারা কম আসন পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। অপরদিনে ইন্ডিয়া জোট আগের নির্বাচনে আসন পেয়েছিল ৯৪টি।

সে হিসাবে তারা এবার অনেক বেশি আসন পেতে যাচ্ছে। এর আগে বুথফেরত সমীক্ষায় অনেক বেশি ব্যবধানে এগিয়ে ছিল এনডিএ জোট। তবে নরেন্দ মোদি মোদি সরকার গঠন করলেও  এখন পর্যন্ত ভোট গণনায় সমীক্ষায় দেওয়া আসনের তথ্য ভুল প্রমাণিত হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রে ৭ দিন ধরে নিখোঁজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ভারতীয় ছাত্রী

যদিও ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বুথফেরত সমীক্ষা মতে সরকার গড়েছি এনডিএ। এবারও সেটিই হতে চলেছে। তবে আসন সংখ্যার দিক দিয়ে বিজেপি জোট ধাক্কা খেতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

এদিকে আনন্দবাজারের খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে ৩৯টির ভোটের তথ্য সামনে এসেছে। এতে তৃণমূল কংগ্রেস ২৬টিতে এগিয়ে আছে। এছাড়া বিজেপি ১১ এবং কংগ্রেস দু’টি আসন পেয়েছে।


সর্বশেষ সংবাদ