গাজায় নাসের হাসপাতাল সম্পূর্ণ বন্ধ, নিহত প্রায় ২৯ হাজার
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৩ PM , আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৩ PM
ফিলিস্তিনে ইসরায়েলি দখলদার বাহিনীর তাণ্ডব যেন থামছেই না। গাজা উপত্যকায় নাসের হাসপাতালের পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। এখন পর্যন্ত প্রায় ২৯ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। ওয়াফা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য গাজার দেইর আল-বালাহ এবং রাফাহ প্রান্তে ইসরায়েলি বাহিনী হামলা চালানোয় এক রাতেই ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজার নাসের হাসপাতালের পরিষেবা ‘সম্পূর্ণ’ বন্ধ হয়ে গিয়েছে। ডব্লিউএইচও প্রধান বলেছেন যে, বন্ধ হওয়ার আগে প্রায় ২০০ রোগী গাজার দ্বিতীয় বৃহত্তম চিকিৎসা সুবিধার ভিতরে ছিলেন, যা প্রায় এক মাস ধরে ইসরায়েলি অবরোধের মধ্যে রয়েছে। এদিকে, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি বলেছেন, গাজায় যুদ্ধবিরতির দিকে অগ্রগতি শ্লথ হয়ে আসছে। ‘গত কয়েক দিনের প্যাটার্ন সত্যিই খুব আশাব্যঞ্জক নয়,’ তিনি শনিবার বলেছিলেন।
গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১২৭ জন নিহত হয়েছে। ইসরায়েলের বোমা হামলায় ৭ অক্টোবর থেকে অন্তত ২৮,৯৮৫ ফিলিস্তিনি নিহত এবং ৬৮,৮৮৩ জন আহত হয়েছে। ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৩৯। এর আগে জাতিসংঘ জানিয়েছে, রাফায় ইসরায়েলি স্থল আগ্রাসনের ভয়ে ফিলিস্তিনিরা দেইর আল-বালাহ শরণার্থী শিবিরসহ মধ্য গাজার বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছে।
গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী খান ইউনিসের নাসের হাসপাতালের বেশ কয়েকজন কর্মীকে গ্রেফতার করে নিয়ে গেছে। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের যুদ্ধবিরতি এবং বন্দীদের মুক্তির দাবিকে ‘বিভ্রান্তিকর’ বলে অভিহিত করেছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছেন যে, জিম্মিদের মুক্ত করতে অস্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা বিষয়টি তিনি গভীরভাবে অনুভব করছেন। [সূত্র: আল-জাজিরা।]