এক ভিসায় ঘোরা যাবে ৬ আরব দেশ, নতুন সিদ্ধান্ত জিসিসির

  © সংগৃহীত

পর্যটন শিল্পের বিকাশে নিজেদের মধ্যে অভিন্ন ভিসা ব্যবস্থা চালু করেছে উপসাগরীয় সহযোগিতা সংস্থা বা জিসিসিভুক্ত ৬টি দেশ। ফলে ইউরোপের একটি ভিসা দিয়েই জিসিসিভুক্ত দেশগুলোতে ভ্রমণ করা সম্ভব হবে। এই ভিসা সুবিধা দেশগুলোর নাগরিককে ভ্রমণসহ নানা ধরনের বাণিজ্যিক সুবিধাও নিশ্চিত করবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

দেশগুলো হচ্ছে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। গত বছরের নভেম্বরে ওমানে অনুষ্ঠিত এক বৈঠকে এই বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে সংস্থাটির শীর্ষ সম্মেলনে দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই সুবিধা বাস্তবায়নের জন্য নির্দেশনা দেয়া হয়। 

এর ফলে সদস্য দেশগুলোর পাশাপাশি ভারতের সঙ্গেও উপসাগরীয় দেশগুলোর পর্যটন সম্পর্ক উন্নত হবে বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে। 

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের অভিবাসীদের ৬৬ শতাংশই জিসিসিভুক্ত দেশগুলোতে রয়েছেন। সংখ্যা বিবেচনায় যা প্রায় ৮৮ লাখ। আর তাই এই নতুন শেংগেন স্টাইল ভিসা অনাবাসী ভারতীয়দের জন্য দারুণ একটি সুযোগ তৈরি করে দেবে।


সর্বশেষ সংবাদ