সরকারির পর এবার ১০০০ বেসরকারি মাদ্রাসাও বন্ধের উদ্যোগ ভারতের এ রাজ্যে

মাদরাসায় পড়ছে শিক্ষার্থীরা
মাদরাসায় পড়ছে শিক্ষার্থীরা  © সংগৃহীত

ভারতের আসাম রাজ্যে সরকারি সকল মাদ্রাসা বন্ধের পর এবার বেসরকারি মাদ্রাসাগুলোও বন্ধ করতে চায় রাজ্যটি। মূলত রাজ্যটিতে এক হাজার বেসরকারি মাদ্রাসা বন্ধ করে সেগুলোকে সাধারণ স্কুলে রূপান্তর করতে চায় ক্ষমতাসীন বিজেপি সরকার।

নতুন বছরের প্রথম দিনে এই এই ঘোষণা দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার (১ জানুয়ারি) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, আসাম সরকার বেসরকারি মাদ্রাসাগুলো বন্ধ করে তাদেরকে সাধারণ বিদ্যালয়ে রূপান্তরের জন্য আলোচনার চেষ্টা করছে বলে সোমবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। তার সরকার ইতোমধ্যেই রাজ্যের সমস্ত সরকারি-চালিত মাদ্রাসা বন্ধ করে সাধারণ স্কুলে রূপান্তরিত করেছে।


সর্বশেষ সংবাদ