দাউদ ইব্রাহিমের মৃত্যু নিয়ে যা জানা গেল

দাউদ ইব্রাহিম
দাউদ ইব্রাহিম  © ফাইল ছবি

পাকিস্তানের করাচিতে মারা গেছেন দাউদ ইব্রাহিম―এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়। বিভিন্ন মাধ্যমে তার মৃত্যু নিয়ে নানা ধরনের পোস্ট দেখা যায়। যেখানে দাবি করা হয়েছে, বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে নেয়া হয় দাউদকে। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন বলছে, দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবরের কোনো সত্যতা নেই।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকারের সোশ্যাল মিডিয়ার স্ক্রিনশট পোস্ট করে অনেকেই গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের মৃত্যুর কথা বলছেন। কিন্তু ছড়িয়ে পড়া স্ক্রিনশট দেখে তা ভুয়া মনে হচ্ছে বলে দাবি করেছে বিভিন্ন ফ্যাক্ট-চেকার। আর স্ক্রিনশটটি পাকিস্তানের ওই প্রধানমন্ত্রীরও নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বার্তায় দাউদ ইব্রাহিমকে ‘মানবতার ত্রাতা’, ‘প্রতিটি পাকিস্তানি মানুষের প্রিয়’ বলেও সম্বোধন করা হয়েছে। এমনকি তার জন্য জান্নাতপ্রাপ্তির প্রার্থনাও করা হয়েছে।

এদিকে ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট ডিএফআরএসি এক্স (সাবেক টুইটার)-এর এক পোস্টে জানিয়েছে, ভাইরাল হওয়া স্ক্রিনশটে থাকা অ্যাকাউন্টটির সঙ্গে পাকিস্তানের আনোয়ার উল হকের অ্যাকাউন্টের কোনো মিল নেই। তিনি সবশেষ পোস্ট করেছেন গত ১৬ ডিসেম্বর।

প্রসঙ্গত, ১৯৫৫ সালে জন্ম নেয়া দাউদ ইব্রাহিম মুম্বাইয়ের (তৎকালীন বোম্বে) ডংরি বস্তি এলাকায় বড় হয়েছেন। ১৯৯৩ সালে মুম্বাইয়ে বিস্ফোরণের পর ভারত ছাড়েন তিনি। ওই বছরের ১২ মার্চ মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় ২৫৭ জনের মৃত্যু ও ৭০০-এর বেশি মানুষ আহত হয়। আর এ হামলার পরিকল্পনা দাউদ ইব্রাহিম করেছিলেন বলে অভিযোগ রয়েছে।


সর্বশেষ সংবাদ