ইসরায়েলের সাইবার আক্রমণে ইরানের ৭০% জ্বালানি স্টেশনে সেবা বন্ধ

ইসায়েলের একটি হ্যাকিং গ্রুপ সাইবার আক্রমণের দায় স্বীকার করে
ইসায়েলের একটি হ্যাকিং গ্রুপ সাইবার আক্রমণের দায় স্বীকার করে  © সংগৃহীত

জ্বালানি স্টেশনের সফটওয়্যারে সাইবার হামলার কারণে সোমবার (১৮ ডিসেম্বর) ইরানের প্রায় ৭০% পেট্রোল স্টেশনে সেবা বন্ধ করে দেয়া হয়েছে। ইসায়েলের একটি হ্যাকিং গ্রুপ সাইবার আক্রমণের দায় স্বীকার করে। স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা যায়।

ইরানের তেলমন্ত্রী জাভেদ স্থানীয় গণমাধ্যমে বলেন, তেহরান ইসরায়েলের সাথে চলমান পরিস্থিতিতে একটি হ্যাকিং গ্রুপের সাইবার আক্রমণের পরে ইরানের বেশিরভাগ গ্যাস স্টেশন পরিষেবা বন্ধ রয়েছে।

ইরানের গণমাধ্যমের বরাতে জানা যায়, “গনজেশকে দারান্দে” নামের একটি হ্যাকার গোষ্ঠী যারা নিজেদের “শিকারি চড়ুই” নামেও প্রকাশ করে তারা দাবি করেছে সাইবার আক্রমণটি তারা করেছে। ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যমগুলোও এ ধরনের দাবির কথা জানিয়েছে।

রাষ্ট্রীয় টিভিতে বলা হয়েছে, দেশটিতে প্রায় ৩৩ হাজার গ্যাস স্টেশন রয়েছে। এর মধ্যে ৩০% গ্যাস স্টেশন কাজ করছে, বাকিগুলোর সমস্যা ধীরে ধীরে সমাধান করার চেষ্টা করছে। জ্বালানি সরবরাহের কোনও ঘাটতি নেই তবে জনগণকে জ্বালানি স্টেশনে ভিড় না করার জন্য আহ্বান জানিয়েছেন।

এর আগে ইরানে ফিলিং স্টেশন, রেলওয়ে সিস্টেম এবং শিল্প কারখানায় সাইবার আক্রমণের শিকার হয়েছে ৷ কারাগারসহ সরকারি ভবনের ক্লোজ সার্কিট ক্যামেরাও হ্যাক হয়েছিল। ২০২২ সালে হ্যাকিং গ্রুপটি ইরানের দক্ষিণ পশ্চিমের একটি ইস্পাত কোম্পানির সার্ভার হ্যাক করে। ২০২১ সালে ইরানের জ্বালানি ব্যবস্থার উপর সাইবার আক্রমণ করে বন্ধ করে দেওয়া হয় জ্বালানি সরবরাহ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence