গাজা সংঘাতে এ পর্যন্ত ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা জানা গেল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ০৪:২৭ PM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৪ PM
অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সঙ্গে সংঘাতে চার শতাধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী।
সোমবার (১১ ডিসেম্বর) সকালে গাজার দক্ষিণাঞ্চলে লড়াইয়ে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া আরও এক সেনার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
আইডিএফ জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৪৩০ সেনা নিহত হয়েছে। তাদের নাম প্রকাশ করা হয়েছে। অপরদিকে গত ২৭ অক্টোবর ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরুর পর ১০১ জন সেনা নিহত হয়েছে।
তীব্র লড়াইয়ের কারণে গাজায় উপত্যাকায় খাবার, পানি এবং প্রয়োজনীয় জিনিসের চরম সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজার প্রায় অর্ধেক মানুষই এখন অনাহারে দিন কাটাচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা আল জাজিরাকে বলেন, গত ২৪ ঘণ্টায় সেখানে ২৯৭ জন প্রাণ হারিয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৫৫০ জনের বেশি মানুষ। গত ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত সেখানে ১৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।