ইসরায়েলি সংযোগ থাকা জাহাজ ছিনতাই করল হুতিরা

‘গ্যালাক্সি লিডার’ জাহাজ
‘গ্যালাক্সি লিডার’ জাহাজ  © সংগৃহীত

লোহিত সাগরে তুরস্ক ছেড়ে আসা ভারতগামী একটি কার্গো জাহাজ ‘ছিনতাই’ করেছে ইয়েমেনের হুতিরা। রবিবার (১৯ নভেম্বর) তারা জাহাজ ‘ছিনতাই’ করে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই জাহাজটি ব্রিটিশ মালিকানাধীন এবং একটি জাপানি সংস্থা এটির পরিচালনার দায়িত্বে ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা জাহাজ ছিনতাইয়ের বিষয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি। তবে ইতিপূর্বে এই গোষ্ঠী ইসরায়েলি জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিল।

জাহাজটির ছিনতাইয়ের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে—বাহামার পতাকাবাহী ওই জাহাজটিতে বুলগেরিয়া, ফিলিপাইন, মেক্সিকো এবং ইউক্রেন সহ বিভিন্ন দেশের অন্তত ২৫ জন নাবিক ছিলেন। তবে এর মধ্যে কোনো ইসরায়েলি ছিলেন না। 

জাহাজ ছিনতাইয়ের ঘটনাটিকে ‘ইরানের সন্ত্রাসী কার্যকলাপ’ হিসেবে আখ্যায়িত করেছে নেতানিয়াহুর দপ্তর। আর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টিকে ‘বৈশ্বিক পরিণতির জন্য অত্যন্ত গুরুতর ঘটনা’ বলে অভিহিত করেছে। 

ইসরায়েলি কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন—জাহাজটি ব্রিটিশ মালিকানাধীন এবং এটি পরিচালনা করে জাপানিরা। তবে পাবলিক শিপিং ডেটাবেইস অনুযায়ী, গাড়ি বহনকারী ওই জাহাজটির মালিকানার বিবরণে আব্রাহাম রামি উঙ্গারের নাম রয়েছে। তিনি ইসরায়েলের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি হিসাবে পরিচিত।

ব্রিটিশ সামরিক বাহিনীর ‘ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন’ মনে করে, জাহাজটি ইয়েমেনের বন্দর শহর হোদেইদা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় ছিনতাই হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence