বাংলাদেশ ভ্রমণে অতিরিক্ত সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট
মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট  © ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে বাড়তি সতর্কতা জারি করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। ‘অপরাধ, সন্ত্রাস ও বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে সংঘর্ষ-সহিংসতার’ ঝুঁকি এড়াতে পুনরায় এই বাড়তি সতর্কবার্তা জারি করা হলো। 

গতকাল বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্ট সতর্কবার্তায় উল্লেখ করে, বাংলাদেশের সাম্প্রতিক কালের অপরাধ, সন্ত্রাস ও অপহরণের হালনাগাদ তথ্যর ভিত্তিতে মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান করা হচ্ছে। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে অপরাধ ও সন্ত্রাস বাড়ায় কিছু এলাকা আগের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। 

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষেত্রে লেভেল-৩ সতর্কবার্তা জারি করা হয়েছে। সাম্প্রদায়িক সহিংসতা, অপরাধ, সন্ত্রাস, অপহরণ এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় পার্বত্য এলাকায় ভ্রমণের সিদ্ধান্ত নাগরিকদের পুনর্বিবেচনা করতে বলেছে যুক্তরাষ্ট্র। 

স্টেট ডিপার্টমেন্ট বলেছে, বাংলাদেশে সাধারণ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির আগে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। রাজনৈতিক দলের সমাবেশ এবং অন্যান্য নির্বাচনী কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। সাধারণ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভের মাত্রা আরও বাড়বে। এ অবস্থায় বাংলাদেশে ভ্রমণকারীদের সতর্কতা অবলম্বন করা উচিত।মনে রাখা উচিত যে, শান্তিপূর্ণ সমাবেশও সংঘর্ষ-সহিংসতায় রূপ নিতে পারে। 

গত মাসে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার স্বার্থে ভিসা নীতি কার্যকর করার বিষয়টি ঘোষণা করে যুক্তরাষ্ট্র।  রাজনৈতিক দল, সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ যে কেউ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা দিলে তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানানো হয়। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence