মাইকেল জ্যাকসনের ছুড়ে দেওয়া ক্যাপ বিক্রি ৯০ লাখে

নিলামে ওঠা ক্যাও
নিলামে ওঠা ক্যাও  © সংগৃহীত

মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসনের আইকনিক মুনওয়াকের সেই হ্যাটটি ৭৭ হাজার ৬৪০ ইউরোতে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ৯০ লাখ টাকারও বেশি।

ফ্রান্সের রাজধানী প্যারিসে এই নিলাম অনুষ্ঠিত হয়। নিলামের আয়োজন করে হোটেল ড্রাউট অকশন হাউজ।

১৯৮৩ সালে মোটাউনে সম্প্রচারি কনসার্টের সময় এই হ্যাটটি ছুড়ে দিয়েছিলেন মাইকেল জ্যাকসন। এর কিছুক্ষণ পরই তিনি তার আইকনিক মুনওয়াক করেন। আর এটিই শেষ পর্যন্ত তার সিগনেচার ডান্স মুডে পরিণত হয়।

সূত্র: এএফপি


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!