রাজস্থানে এক সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু তিন শিক্ষার্থীর লাশ উদ্ধার
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১১ আগস্ট ২০২৩, ১১:৩৩ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৩, ০৩:১৬ PM
ভারতের রাজস্থানের কোটায় আরও এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সে আত্মহত্যা করেছে হয়েছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন। এ নিয়ে গত এক সপ্তাহে তিন ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটল। বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ।
আনন্দবাজার জানিয়েছে, ছাত্রের নাম মণীশ প্রজাপত (১৭)। উত্তরপ্রদেশের আজ়মগড়ের বাসিন্দা সে। ছয় মাস ধরে কোটার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল সে। তবে ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করা হয়নি।
কী কারণে ছাত্রের মৃত্যু হলো, তার তদন্ত শুরু করেছে পুলিশ। আত্মহত্যা হলেও কারণ কী, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। চলতি বছরে এ নিয়ে কোটায় ২১ জন ছাত্রের আত্মহত্যার অভিযোগ উঠল।
ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে ভারতজুড়ে নাম রয়েছে রাজস্থানের কোটা। কিন্তু সেখানেই প্রস্তুতি নিতে আসা শিক্ষার্থীদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় লাগাম টানা যাচ্ছে না, তা আরও একবার প্রকাশ্যে এল।