চিরকুমারদের জন্য চালু হচ্ছে বিশেষ পেনশন

হরিয়ানার মুখ্যমন্ত্রী
হরিয়ানার মুখ্যমন্ত্রী  © সংগৃহীত

চিরকুমারদের জন্য এবার সুখবর নিয়ে আসলো ভারতের হরিয়ানা রাজ্য সরকার। বয়স যাদের ৪৫ এর বেশি কিন্তু এখনও বিয়ে করেননি এমন অবিবাহিতদের জন্য বিশেষ পেনশন সুবিধা চালু হচ্ছে রাজ্যে। প্রতি মাসে ২ হাজার ৭৫০ টাকা করে পেনশন পাবেন তারা।

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর জানিয়েছেন, ৪৫ থেকে ৬০ বছর বয়সী অবিবাহিতরা প্রতি মাসে ২ হাজার ৭৫০ টাকা করে পেনশন পাবেন। তবে এর জন্য রয়েছে একটি শর্তও। এই পেনশন প্রকল্পে আবেদনকারীদের বার্ষিক রোজগার হতে হবে ১ লাখ ৮০ হাজার টাকার কম। এই পেনশন প্রকল্প চালু হলে দুই লাখ মানুষ উপকৃত হবেন।

আরও পড়ুন: দুই মাস পর আবারও ৩০ বিলিয়নের নিচে রিজার্ভ

পেনশন প্রকল্পের পাশাপাশি বিধবা ভাতা মিলবে ২ হাজার ৭৫০ টাকা। ৪০ থেকে ৬০ বছর বয়সী যে বিধবাদের বার্ষিক আয় ৩ লাখ টাকার কম, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। এ ছাড়া রাজ্যে পুলিশের জন্যও যোগ হচ্ছে বাড়তি সুবিধা। কনস্টেবল এবং হেড কনস্টেবলরা মোবাইলের খরচ বাবদ পাবেন ২০০ টাকা করে। অ্যাসিসট্যান্ট সাব ইনস্পেক্টররা পাবেন ২৫০ টাকা এবং সাব ইনস্পেক্টররা পাবেন ৩০০ টাকা। ইনস্পেক্টর ব়্যাংকের অফিসাররা পাবেন ৪০০ টাকা করে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence