পরীক্ষায় পাস করতে না পারায় ৯ শিক্ষার্থীর আত্মহত্যা

পরীক্ষায় পাস করতে না পারায় ৯ শিক্ষার্থীর আত্মহত্যা
পরীক্ষায় পাস করতে না পারায় ৯ শিক্ষার্থীর আত্মহত্যা  © সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশে একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাস করতে না পারায় ৯ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। একসঙ্গে ৯ শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় দেশটিতে শোরগোল পড়ে গেছে। এমন পরিস্থিতিতে পুলিশ এবং মনোবিদরা রাজ্যটির শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছেন, হতাশায় তারা যেন চরম কোনো পদক্ষেপ না নেয়।

বুধবার (২৬ এপ্রিল) রাজ্যে একাদশ এবং দ্বাদশের বোর্ড পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। কিন্তু বহু শিক্ষার্থী তাতে অকৃতকার্য হয়েছে। হতাশায় তাদের মধ্যে ৯ জন আত্মহত্যার করেছে। 

স্থানীয় পুলিশ জানিয়েছে, পরীক্ষার ফল জানতে পেরে ট্রেনের সামনে ঝাঁপ দেয় শ্রীকাকুলাম জেলার বি তরুণ (১৭) নামে এক কিশোর। বেশিরভাগ বিষয়ে অকৃতকার্য হয়েছিল সে। বিশাখাপত্তনমে ১৬ বছরের এক কিশোরী নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়। পুলিশ জানিয়েছে, ওই ছাত্রীর নাম এ অখিলাশ্রী। সে একাদশ শ্রেণির ছাত্রী ছিল এবং কয়েকটি বিষয়ে অকৃতকার্য হয়েছিল। 
 
এছাড়া দ্বাদশ শ্রেণির ছাত্র বিশাখাপত্তনমেই বি জগদীশ (১৮) নামে আরও এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।  একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় বাড়িতেই আত্মহত্যা করে সে। পুলিশ জানিয়েছে, চিত্তুর জেলায় অনুষা (১৭) নামে এক পড়ুয়া হ্রদে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় হতাশায় ভুগছিল সে। 

আরও পড়ুন: ফাঁসির আদেশের পর কেন কলমের নিব ভেঙে ফেলেন বিচারক

কীটনাশক পানে একই জেলায় বাবু (১৭) নামে দ্বাদশ শ্রেণির এক ছাত্র  আত্মহত্যা। বাড়িতেই আত্মহত্যা করে টি কিরণ (১৭) নামের আরেক শিক্ষার্থী। পরীক্ষায় ফেল করায় এভাবে আত্মহত্যা করেছে আরও তিনজন।
 
এ বছর একাদশ শ্রেণিতে পাশের হার ছিল ৬১ শতাংশ। দ্বাদশ শ্রেণিতে সেই হার ৭২ শতাংশ। এবার বোর্ড পরীক্ষায় অংশ নেয় ১০ লাখ শিক্ষার্থী। পরীক্ষা অনুষ্ঠিত হয় মার্চ-এপ্রিল মাসে। 

এর আগে এবছর ইন্ডিয়ান ইন্সিটিটিউট অফ টেকনোলজির (আইআইটি) বিভিন্ন ক্যাম্পাসে এ বছর সন্দেহভাজন আত্মহত্যায় চার ছাত্রের মৃত্যু হয়েছে। 
 
খবর: এনডিটিভি


সর্বশেষ সংবাদ