বেকারদের স্বাবলম্বী করতে নয়া উদ্যোগ মমতার
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ০১:৫০ PM , আপডেট: ২৫ মার্চ ২০২৩, ০১:৫০ PM
বেকারদের স্বাবলম্বি করতে তরুন-তরুণীদের ২৫ হাজার টাকা ভর্তুকি সহ ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়ার ঘোষনা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (২৪ মার্চ) বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যস্তরের ব্যাঙ্কিং কমিটির বৈঠকে এই নতুন প্রকল্পের ঘোষণা করেন তিনি। খবর হিন্দুস্থান টাইমস।
মুখ্যমন্ত্রী জানান, বেকার যুবক-যুবতীদের ২৫ হাজার টাকা ভর্তুকি সহ ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়া হবে যার ১৫% গ্যারান্টার থাকবে রাজ্য সরকার নিজে। বাকি ৮৫% গ্যারান্টার হিসাবে থাকবে ক্রেডিট মাইক্রো স্মল ট্রাস্ট।
তিনি জানান, পশ্চিমবঙ্গ সরকার বহুদিন ধরেই ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার বার্তা দিয়েছে। বেকার যুবক-যুবতীরা যাতে শুধুমাত্র চাকরির ভরসায় না থাকেন সে বিষয়েও উপদেশ তিয়েছেন তিনি।
সাধারণত ব্যবসা করার ক্ষেত্রে মধ্যবিত্তের অন্তরায় হচ্ছে পুঁজি। ব্যাংকে গিয়ে একজন অভিজ্ঞতাহীন যুবকের পক্ষে ঋণ নেওয়াটাও অনেক কঠিন হয়ে দাড়ায়। তাই এই সমস্যার সমাধানে নতুন এ প্রকল্প চালু করা হয়েছে।
আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে মীনা সুইটস, আবেদন অনলাইনে।
এপিবি ডিজিটালের রিপোর্ট অনুযায়ী, এই প্রকল্পে বেকারদের সর্বোচ্চ ৫ লাখ টাকা ঋণ দেবে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রক্রিয়ায় ব্যাংক থেকে লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। তার মধ্যে রাজ্য সরকার সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেবে।
এর আগে স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছিল রাজ্য সরকার। সেই প্রকল্প তুমুল সাফল্য পেয়েছে বলে দাবি রাজ্যের সরকারি আধিকারিকদের। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনার খরচ চালাতে পারেন।