পাকিস্তানে উইকিপিডিয়া নিষিদ্ধ ঘোষণা

পাকিস্তানে উইকিপিডিয়া নিষিদ্ধ ঘোষণা
পাকিস্তানে উইকিপিডিয়া নিষিদ্ধ ঘোষণা  © সংগৃহীত

ধর্মীয় বিষয় নিয়ে আক্রমণাত্মক ও আপত্তিকর তথ্য অপসারণ করতে অস্বীকার করায় নিজেদেরে দেশে উইকিপিডিয়া নিষিদ্ধ করেছে পাকিস্তান। উইকিপিডিয়া পরিষেবাকে দেয়া ৪৮ ঘন্টা সময়ের মধ্যে তথ্য অপসারণ না করায় এ সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান টেলিকম অথরিটি (পিটিএ)। খবর ব্লুমবার্গ ডট কম

শনিবার (৪ ফেব্রুয়ারি) এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে পিটিএ।

পিটিএর বরাতে দ্য নিউজ এক প্রতিবেদনে জানায়, উইকিপিডিয়াকে ধর্মদ্রোহ বিষয়ক প্রবন্ধ সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই বিষয় তারা সরাতে ব্যর্থ হয়েছে। শুধু তাই-ই নয়, পিটিএর নির্দেশকে ইচ্ছাকৃত ভাবে অমান্য করেছে। ৪৮ ঘণ্টা সময় দেওয়ার পরেও ধর্মদ্রোহ বিষয়ক প্রবন্ধ তুলে না নেওয়ায় উইকিপিডিয়াকে নিষিদ্ধ করা হয়েছে।

টুইট বার্তায় পিটিএ আরও জানায়, উইকিপিডিয়া এই বিতর্কিত বিষয় কখন সরাচ্ছে তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তোলা উচিত কি না।

এ আগে বেশ কয়েকটি বড় সাইট ব্লক করেছে পাকিস্তান। তিন বছরের জন্য ইউটিউবকে নিষিদ্ধ করেছিল তারা। এছাড়া ২০৩০ ও ২০২১ সালে "অনৈতিক / অশ্লীল তথ্য " শেয়ার করার অভিযোগের উদ্ধৃতি দিয়ে টিকটক- এপটিকে নিষিদ্ধ করা হয়।


সর্বশেষ সংবাদ