১০০ বছর বয়সী মাকে হারালেন ভারতের প্রধানমন্ত্রী মোদী

মা হীরাবেনের সঙ্গে নরেন্দ্র মোদী
মা হীরাবেনের সঙ্গে নরেন্দ্র মোদী  © আনন্দবাজার

ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্রে মোদীর মা হীরাবেন মারা গেছেন। তার বয়স হয়েছিল ১০০ বছর। মায়ের মৃত্যুর খবর নিজেই টুইট করে জানিয়েছেন মোদী। খবর: আনন্দবাজার।

শুক্রবার টুইটে তিনি লিখেছেন, ‘সুন্দর শতাব্দী শেষে ভগবানের চরণে বিশ্রাম নিতে গিয়েছেন মা। তার মধ্যে সবসময় আমি ত্রিমূর্তি দেখতে পেয়েছি। যার মধ্যে ছিল সাধুর যাত্রা, কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা। এ ভাবে জীবন কাটিয়ে দিয়েছেন তিনি।’

অপর টুইটে মোদী লিখেছেন, ‘শততম জন্মদিনে মায়ের সঙ্গে দেখা করেছিলাম তখন তিনি বলেছিলেন, ‘কাজ করো বুদ্ধি দিয়ে। জীবন যাপন করো শুদ্ধ ভাবে।’

আরো পড়ুুন: ফুটবল কিংবদন্তি পেলে আর নেই

গত মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। কী কারণে অসুস্থ ছিলেন তা হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়নি। যে দিন ভর্তি করা হয়েছিল সে দিনও গিয়ে মাকে দেখে আসেন প্রধানমন্ত্রী।

শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন হীরাবেন। খবর পেয়ে আহমেদাবাদের উদ্দেশে রওনা হন নরেন্দ্র মোদী। অনেকগুলো কর্মসূচিও বাতিল করেছেন তিনি।


সর্বশেষ সংবাদ