হজ পালনে পাকিস্তান থেকে হেটে মক্কা যাচ্ছেন তরুণ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ নভেম্বর ২০২২, ০৪:২৯ PM , আপডেট: ০১ নভেম্বর ২০২২, ০৪:৩৭ PM
আগামী বছর হজে অংশ নেওয়ার স্বপ্ন ২৫ বছর বয়সী উসমান আরশাদের। এজন্য তিনি পবিত্র নগরী মক্কার পথে পাকিস্তানের পাঞ্জাব জেলার ওকারা থেকে হেঁটে রওয়ানা হয়েছেন ।
সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম গালফ নিউজের খবর মতে, একটি ছোট ব্যাকপ্যাক, একটি কালো ছাতা ও একজোড়া ট্রেকিং জুতা নিয়ে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন উসমান।
গত ১ অক্টোবর নিজ শহর ওকারা থেকে এই যাত্রা শুরু করেন আরশাদ। তিনি তার স্বপ্নের গন্তব্যে আট মাসের মধ্যে পৌঁছাবেন বলে আশা করছেন। ইরান, ইরাক, কুয়েতসহ পাঁচটি দেশ পাড়ি দিয়ে সৌদি পৌঁছবেন উসমান আরশাদ। এতে ৫ হাজার ৪০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হবে পাকিস্তানি ওই তরুণকে। তিনি গড়ে ৩০ থেকে ৪০ কিলোমিটার পথ হাঁটছেন প্রতিদিন।
আরও পড়ুন: প্রশিক্ষিত যুবশ্রেণির ডাটাবেজ তৈরি হচ্ছে: প্রধানমন্ত্রী
গত বছর চীন সীমান্তের খুঞ্জেরাব পাস পর্যন্ত কারা অঞ্চল থেকে প্রায় এক হাজার ২৭০ কিলোমিটার পথ পাড়ি দেন আরশাদ। ৩৪ দিনে হেঁটে ‘শান্তিপূর্ণ পাকিস্তানের প্রচারণা’র অংশ হিসেবে বের হন তিনি। মূলত তখন থেকেই হেঁটে হজ যাত্রার কথা তার ভাবনায় আসে।
তিনি জানান, 'যখন আমি খুঞ্জেরাব থেকে ফিরে আসি, তখন আমি হজের জন্য মক্কায় হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিই। এটাই সেই যাত্রা যা প্রত্যেক মুসলমানের কাম্য। আমি পায়ে হেঁটে এই স্বপ্নের যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি হাঁটতে ভালোবাসি'।
আরশাদ বলেন, এই যাত্রার জন্য তার এবং তার পরিবারের প্রায় ১.৫ মিলিয়ন পাকিস্তানি রুপি বা ৬৮০০ ডলার খরচ হবে। তিনি প্রায় এক বছর ধরে এই সফরের প্রস্তুতি নিয়েছেন। তিনি আরও জানান, পাকিস্তান সরকারের কাছ থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র ও ভিসা সংগ্রহ ছাড়াও তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়। সারাদিন হাঁটার পর রাতে তিনি মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান বা স্থানীয়দের বাসায় অবস্থান করছেন।
তিনি আরও জানান, তার ব্যাগে কয়েকটি কাপড়, মোবাইল ফোন, চার্জার, পাওয়ার ব্যাংক, ছাতা, টর্চ, পানির বোতল এবং একটি ওষুধের বক্স রয়েছে। আরশাদ বলেন, আমার যদি অন্য কিছুর প্রয়োজন হয় তবে আমি কিনে নেব। কারণ আমি ভারী জিনিস বহন করতে চাই না, এতে আমার গতি কমিয়ে দেবে।