রাশিয়ায় স্কুলে বন্দুক হামলা
সাবেক শিক্ষার্থীর গুলিতে স্কুলের ১৭ জনের মৃত্যু
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৩ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৩ PM
রাশিয়ায় স্কুলে বন্দুক হামলায় নিহত হয়েছে ১১ শিশুসহ ১৭ জন। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের বরাতে জানা যায়, বন্দুক হামলা ২৪ জন আহত হয়েছে। হামলা চালানো তরুণ ছিলেন ওই স্কুলেরই সাবেক শিক্ষার্থী। গুলি চালানোর পর বন্দুকধারী আত্মহত্যা করেছে বলে জানা যায়।
রাশিয়ার মধ্যাঞ্চলের ইজেভস্ক শহরের ওই স্কুলে প্রায় এক হাজার শিক্ষার্থী রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গুলি চালানোর সময় স্কুল ভবনের ভেতরে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েছে। বারান্দায় শিক্ষার্থী এবং অন্য কর্মকর্তারা দৌড়াদৌড়ি করেছে।
আরও পড়ুন: ফুটবলার ওজিলের ঘরে এসেছে নতুন অতিথি
এক ভিডিওতে দেখা যায়, শ্রেণিকক্ষের মেঝেতে রক্ত পড়ে আছে। জানালায় বুলেট লাগার চিহ্ন রয়েছে। গুলিতে ১১ জন শিশু, চারজন প্রাপ্ত বয়স্ক এবং দুজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। আহত ২৪ জনের মধ্যেও দুজন শিশু রয়েছে।
কর্মকর্তা ও শিশুদের ওই বিদ্যালয় থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।