স্বাধীনতা কাপ ভলিবল প্রতিযোগিতা শুরু

স্বাধীনতা কাপ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা
স্বাধীনতা কাপ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা  © সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ‘টার্কিশ এয়ারলাইন্স’র পৃষ্ঠপোষকতায় পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে শুরু হয়েছে স্বাধীনতা কাপ ভলিবল প্রতিযোগিতা। 

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া |

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম এবং ফেডারেশনের সহ-সভাপতি এম এ লতিফ শাহরিয়ার জাহেদি। আরো উপস্থিত ছিলেন, সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা, বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল গোলাম মাবুদ হাসানসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে বাংলাদেশ বিমান বাহিনী ২৫-৯, ২৪-১৯, ২৫-২০ পয়েন্টে ৩-০ সেটে বিকেএসপিকে এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২৫-২১, ২৫-১৫, ২৫-১০ পয়েন্টে ৩-০ সেটে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে।

আগামী রোববার (২০ এপ্রিল) চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলোতে প্রতিদ্বন্দ্বীতা করবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বনাম বাংলাদেশ আনসার, বাংলাদেশ বিমান বাহিনী বনাম বাংলাদেশ জেল, তিতাস ক্লাব বনাম বিকেএসপি ও বাংলাদেশ ফায়ার সার্ভিস বনাম বাংলাদেশ পুলিশ।


সর্বশেষ সংবাদ