ব্রোঞ্জের পর এবার রুপা জিতলেন বাংলাদেশের সামিউল
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০৭:১৪ PM , আপডেট: ০৬ এপ্রিল ২০২৫, ০৭:১৪ PM

থাই ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে গতকালের তুলনায় আজ আরও ভালো করেছেন সামিউল ইসলাম। ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জপদক জয়ের পর ৫০ মিটার ব্যাকস্ট্রোকে রুপা জিতেছেন বাংলাদেশের এই সাঁতারু।
এই পদক জিততে ২৭ দশমিক ১৭ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। এটিই তার ক্যারিয়ার–সেরা টাইমিং। এর আগে, ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ২৭ দশমিক ২০ সেকেন্ড সময় নিয়েছিলেন সামিউল। এই ইভেন্টে ২৬ দশমিক ৫৬ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন থাইল্যান্ডের সাঁতারু তোনাম। এ ছাড়া ২৭ দশমিক ২০ সেকেন্ড টাইমিংয়ে ব্রোঞ্জ জেতেন তুর্কমিনিস্তানের গুরবান।
শনিবার (৫ এপ্রিল) ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জিততেও ক্যারিয়ার–সেরা টাইমিং করেন সামিউল। ৫৮ দশমিক ৯০ সেকেন্ড সময় লেগেছিল তার। এ ছাড়া সোনা জেতা থাই সাঁতারু ৫৬ দশমিক ৯৩ আর রুপা জেতা হংকংয়ের সাঁতারুর টাইমিং ছিল ৫৭ দশমিক ৮৪ সেকেন্ড।
বিশ্ব সাঁতার ফেডারেশনের বৃত্তি নিয়ে থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণ নিচ্ছেন সামিউল। সেখানেই বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন তিনি। চলতি মাসেই মালয়েশিয়ান ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন বাংলাদেশের তরুণ এই সাঁতারু।
মালয়েশিয়ায় সোনা জিততে চান সামিউল। আগামী ২৪ থেকে ২৭ এপ্রিল কুয়ালালামপুরে মালয়েশিয়ান ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে স্বাগতিকদের সঙ্গে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, তাজিকিস্তান, ইন্দোনেশিয়া, ঘানাসহ বিশ্বের প্রায় ৩০টি দেশ থেকে সাঁতারুরা অংশ নেবেন।
গেল বছর এই প্রতিযোগিতায় রুপা জিতেছিলেন সামিউল। এবারের লক্ষ্য নিয়ে তিনি জানিয়েছেন, ‘টাইমিংয়ে কিছুটা উন্নতি করতে পেরে ভালো লাগছে। আসলে থাই চ্যাম্পিয়নশিপের জন্য আমি আলাদাভাবে কোনো প্রস্তুতি নিইনি। আমার লক্ষ্য মালয়েশিয়ায় সোনা জেতা। বলতে পারেন, সেই টুর্নামেন্টের আগে এটা একটা প্রস্তুতি। তবে নিজেকে ছাড়িয়ে যেতে পেরেই ভালো লাগছে।’