লেখালেখি করে ২৯ লাখ ফেসবুক ফলোয়ার পেয়েছি, পরম পাওয়া: আনিসুল হক

কবি ও সাহিত্যিক আনিসুল হক
কবি ও সাহিত্যিক আনিসুল হক  © সংগৃহীত

আমার ফেসবুক পেজের ফলোয়ার ২৯ লাখ ২৩ হাজার ১৯৯। এ-রকম আছে বছর তিনেক হলো। আর বাড়ে না। বেড়ে ৩০ লাখের কাছে গেলে আবার কমে যায়। শেষ ২৮ দিনে ফলোয়ার বেড়েছে প্রায় ১১ হাজার। এইভাবে চললে আগামী ৮ মাসে এটা ৩০ লাখ হওয়া উচিত। হয় না। হবে না। কারণ ফেসবুক আশা করে আমি বুস্ট করব। ডলার খরচ করব।

কিন্তু আমি ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য ডলার খরচ করি না। বরং, আমার কোনো কোনো ভিডিও থেকে উল্টো ডলার আয় করি। একবার একটা ভিডিও এক কোটি ভিউ হয়েছিল, হাজার খানেক ডলার এসেছিল। সে হিসেবে আমিও একজন রেমিট্যান্স-আর্নার।

তবে ভিউয়ের জন্য কোনো ভিডিও বানাই না। পরিকল্পনা করে জন্মগ্রহণ করিনি, পরিকল্পনা করে মরব না। মাঝখানের দুইদিনের দুনিয়ায় এত পরিকল্পনা করে ফেসবুক করতে পারব না। লাইক গুনি না। লাইক দিয়ে কী হয়?

আরো পড়ুন: মৌখিক পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া হতে পারে না

লেখালেখি করে ২৯ লাখ ফলোয়ার পেয়েছি, এই ক্ষুদ্র জীবনে এ আমার পরম পাওয়া। প্রিয় বন্ধুগণ, আপনারা আমার গভীর কৃতজ্ঞতা গ্রহণ করুন। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।

লেখক: কবি, সাহিত্যিক ও সাংবাদিক

(ফেসবুক থেকে নেওয়া)


সর্বশেষ সংবাদ