শূন্যপদের তথ্য ‘এডিট’ করার সুযোগ ১৪ জানুয়ারি পর্যন্ত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৪:২১ PM , আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫, ০৪:২৩ PM
৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদের তথ্য সংগ্রহ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তবে অনেক প্রতিষ্ঠান প্রধান তথ্য দিতে ভুল করায় এডিট অপশন চালু করেছে এনটিআরসিএ। আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি) থেকে শুরু করে ১৪ জানুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠান প্রধানরা তথ্য সংশোধন করতে পারবেন।
এনটিআরসিএ’র পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এনটিআরসিএ কর্তৃক ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশ পর্যায়ের (Entry Level) শূন্য পদে শিক্ষক সুপারিশের লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা) থেকে এমপিওভুক্ত শূন্য পদের অনলাইনে চাহিদা (e-Requisition) এবং ০৩ বছরের বছরভিত্তিক শূন্য পদের তথ্য (Three Years Projection of Vacant Post) প্রদান করা হয়েছে। যদি কোন শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদের অনলাইনে চাহিদা (e-Requisition) প্রদানে কোন ভুল করে থাকেন, তবে ঐ প্রতিষ্ঠানের ভুল সংশোধন করার জন্য এডিট অপশন চালু করা হবে।’
এতে আরও বলা হয়, ‘শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ই-রিকুজিশনের এডিট অপশনে প্রবেশ করে আগামী ০৭ জানুয়ারি সকাল ৯টা থেকে ১৪ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত অনলাইনে চাহিদা (e-Requisition) সংশোধন করতে পারবেন। একই সময়ে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (USEO) ও জেলা শিক্ষা অফিসারগণ (DEO) তাদের স্ব স্ব User ID ও Password দিয়ে Login করে তাঁর আওতাধীন সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানের ই-রিকুজিশন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে ভুলত্রুটি সংশোধনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।’