অবসরকালীন ভাতা পাওয়ার আগে মৃত্যবরণ করলেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী

মো. সিরাজুল হক
মো. সিরাজুল হক  © সংগৃহীত

সাতক্ষীরার তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মো. সিরাজুল হক অবসরের পরে দীর্ঘদিন মানবেতর জীবনযাপন করে মৃত্যুবরণ করেছেন। তিনি ১৯৬৪ সালের ২ মে তালা উপজেলার কাপাসডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া সিরাজুল হক পড়াশোনায় মেধাবী ছিলেন এবং এমএ, বিএড ডিগ্রি অর্জন করেছিলেন।  

চাকরির প্রয়োজনীয়তার তাগিদে তিনি ১৯৯২ সালের ১ ডিসেম্বর তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী পদে যোগদান করেন। তবে বিদ্যালয়ের প্রয়োজনে তিনি নিয়মিত শ্রেণিকক্ষে শিক্ষাদানও করতেন। ২০২৪ সালের ১ মে তিনি সরকারি নিয়ম অনুযায়ী অবসর গ্রহণ করেন।  

তবে অবসরের পর প্রাপ্য অর্থ না পাওয়ায় তিনি পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন। গতকাল মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাকে রেখে গেছেন। বাদ জোহর তার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়।  

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, তিনি ছিলেন সরল, সাধারণ এবং কর্মঠ একজন মানুষ। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। সিনিয়র শিক্ষক বাবু হরেন্দ্রনাথ জানান, "চাকরিজীবনে তিনি সদালাপী ছিলেন এবং তার প্রয়াণে আমরা সবাই মর্মাহত।"  

সিনিয়র শিক্ষক এস এম মোর্তজা আলম বলেন, তার মৃত্যুকে মেনে নেওয়া খুব কঠিন। তিনি অবসরের ভাতা যাতে দ্রুত পান, সেজন্য অবসর কল্যাণ ট্রাস্টের কাছে আহ্বান জানাচ্ছি। 

বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।  


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence