দ্বিতীয় দিনের মতো অবরুদ্ধ এনটিআরসি কর্মকর্তারা, সাহায্য চেয়েও মিলছে না

দ্বিতীয় দিনের মতো অবরুদ্ধ এনটিআরসি কর্মকর্তারা
দ্বিতীয় দিনের মতো অবরুদ্ধ এনটিআরসি কর্মকর্তারা  © টিডিসি ফটো

সরাসরি নিয়োগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয় তালা মেরেছেন ১-১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা। এর ফলে এনটিআরসিএর কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এনটিআরসিএর কার্যালয়ে তালা মারার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভেতরে আটকে পড়া কর্মকর্তারা। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের ফোন করা হলেও তারা সাহায্যের জন্য আসেননি বলে অভিযোগ করেছেন তারা।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দুপুর ২টায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, গতকাল বুধবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত আমাদের অবরুদ্ধ করে রাখা হয়েছিল। আজ সকালে আবারও কার্যালয়ে তালা মারা হয়েছে। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। পুলিশ, সেনাবাহিনী কেউ আমাদের সহযোগিতায় এগিয়ে আসছে না।

ওই কর্মকর্তা আরও জানান, আন্দোলরতদের দাবি আমরা শুনেছি। সেগুলো লিখিত আকারে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমাদের হাতে কিছু নেই। মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দেবে আমরা সেভাবেই কাজ করবো। বিষয়টি নিবন্ধনধারীদের বোঝানোর পরও তারা অবুঝের মতো আচরণ করছেন। একটা স্বাধীন দেশে এভাবে জিম্মি করে দাবি আদায় করা কতটা যুক্তিযুক্ত সেটি ভাববার বিষয়।


সর্বশেষ সংবাদ