ভাসানচরে রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ

০৩ এপ্রিল ২০২১, ০১:১৮ PM

© ফাইল ছবি

নোয়াখালীর জেলার হাতিয়ার ভাসানচরে অবস্থান করা রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিশ্চিত করা উদ্যোগ নিচ্ছে সরকার। সরকার বলছে, কক্সবাজার শরনার্থী ক্যাম্প থেকে ১৫ হাজার মিয়ানমারের নাগরিককে ওই চরে স্থানান্তর করা হয়েছে।

ভাসানচরে রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিশ্চিত করার বিষয়ে প্রাথমিক আলোচনা করতে আগামী ৮ এপ্রিল এক সভার আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। ওইদিন দুপুরে ভার্চুয়াল মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এতে সভাপতিত্ব করবেন।  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বিষয়টি জানা গেছে।

সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া কক্সবাজার ও নোয়াখালীর জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তা সভায় অংশ নেবেন। 

খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
  • ০১ জানুয়ারি ২০২৬
‘দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, এবারও পটকার শব্দে কেঁপে উঠছে চারপ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, রাজধানীতে ভবনে আগুন
  • ০১ জানুয়ারি ২০২৬
‘ম্যাচ জেতানো মানুষ হতে চাই, বাংলাদেশে অতিথিপরায়ণতাও দারুণ’
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের আগেই এনসিপির গ্রুপ থেকে বের করে দেয়া হয় তাসনিম জা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫