বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ ঢাকা

বায়ু দূষণ
বায়ু দূষণ  © সংগৃহীত

বায়ূ মানের সূচক (একিউআই) অনুযায়ী ১৬০ একিউআই স্কোর নিয়ে বিশ্বে দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে রাজাধানী ঢাকা। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টায় বায়ু মানের সূচক অনুযায়ী ঢাকায় বাতাসের মান ১৬০।

এর আগে, শুক্রবার সকালে একিউআই স্কোর ১০১ নিয়ে ১০তম স্থানে ছিল ঢাকা।

তথ্যমতে, তালিকায় ১৮০ একিউআই নিয়ে শীর্ষস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৬৯ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের আরেক শহর করাচি এবং ১৬১ একিউআই স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চীনের উহান।

আরও পড়ুন: প্রাইভেট বিশ্ববিদ্যালয় আইনে কি ছাত্র রাজনীতি নিষিদ্ধ?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বে প্রতিবছর প্রায় সাত মিলিয়ন মানুষ বায়ু দূষণের কারণে মারা যায়। বায়ুর মান ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে সেটিকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলা হয় এবং ৩০১ থেকে ৪০০ থাকলে তা ‘বিপজ্জনক’ বলে বিবেচিত হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)। ২০১৯ সালে জাতিসংঘ ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ি করেছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence