প্রেমের টানে বাংলাদেশে ভারতীয় তরুণী, বিয়ের পরও ফিরতে হলো দেশে

চেকপোস্ট দিয়ে তাকে ফেরত পাঠানো হয়
চেকপোস্ট দিয়ে তাকে ফেরত পাঠানো হয়  © ফাইল ছবি

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে ফিরে গেলেন প্রেমের টানে বাংলাদেশে আসা এক তরুণী। রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আইনি প্রক্রিয়া শেষে চেকপোস্ট দিয়ে তাকে ভারতে ফেরত পাঠানো হয়। ৬ মাস পর তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এই সময়ে ওই তরুণী তার প্রেমিককে বিয়েও করেছেন।

দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ আবু নাইম জানান, দুই বছর আগে অনলাইনে ফ্রি ফায়ার গেম খেলতে গিয়ে ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় কুষ্টিয়া সদর উপজেলার কুমার গাড়া এলাকার বাসিন্দা আব্দুল হালিমের ছেলে ওমর আলীর (১৭)। পরে ২০২১ সালের ১৪ নভেম্বর সাতক্ষীরা সীমান্ত দিয়ে প্রেমের টানে কুষ্টিয়ায় ওমর আলীর বাড়িতে যান তিনি। পরদিন কুষ্টিয়া আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে ধর্ম পরিবর্তন করেন। সেখানে দুজন বিয়েও করেন। পরে চলতি বছরের গত ২১ মার্চ রাতে তাকে উদ্ধার করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। পরদিন সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। তখন বয়স কম হওয়ায় তাকে কুষ্টিয়ার সামাজিক ও প্রতিবন্ধী ও পুনর্বাসন কেন্দ্রে রাখার নির্দেশ দেন আদালত।

আরও পড়ুন: সংঘর্ষে জড়ালো ছাত্রলীগ, মাশুল গুনবে শিক্ষার্থীরা

এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনারের ডেপুটি কনসোলার দেবব্রত চক্রবর্তী, বিজিবির দর্শনা আইসিপি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল, কুষ্টিয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) জহির উদ্দিন, ভারতের পক্ষে বিএসএফের গেদে কোম্পানি কমান্ডার এস এ নগেন্দ্র হালদার, গেদে ইমিগ্রেশন ইনচার্জ সন্দীপ তেওয়ারি, নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার ইনচার্জ বাপিন মুখার্জি, গেদে কাস্টমস সুপার অজয় নারায়ণ রায়, কাস্টমস ইন্সপেক্টর প্রশান্ত কুমার ঘোষ প্রমুখ।


সর্বশেষ সংবাদ