ওষুধের দোকানের জন্য রাত ১২টা পর্যন্ত সময় যথেষ্ট: তাপস

শেখ ফজলে নূর তাপস
শেখ ফজলে নূর তাপস  © সংগৃহীত

ওষুধের দোকান রাত ১২টা পর্যন্ত এবং হাসপাতাল সংলগ্ন ওষুধের দোকান রাত ২টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে। ওষুধের মতো জরুরি সেবাকে দেওয়া এ সময় যথেষ্ট বলে মনে করেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

বুধবার (২৪ আগস্ট) রাজধানীর শাহবাগ মোড়ে বাস রুট রেশনালাইজেশন কমিটি নির্ধারিত বাস ছাউনি নির্মাণের জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

জরুরি সেবা কেন রাত ১২টার পর বন্ধ থাকবে সাংবাদিকরা জানতে চাইলে মেয়র বলেন, ‘ওষুধের দোকান ও এর সেবাকে আমরা সর্বোচ্চ সময় দিয়েছি। অলিগলির বিভিন্ন দোকানগুলোকে আমরা রাত ১২টা পর্যন্ত সময় দিয়েছি এবং ২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট ওষুধের দোকানগুলোকে। আমরা মনে করি, এটা যথেষ্ট ও সর্বোচ্চ সময়।’

তিনি বলেন, ‘আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি, এখন থেকে ঢাকা শহরের সবকিছু পরিচালনায় একটি সূচির আওতায় আসতে হবে। এর আগে ঢাকা শহরে  কোনও সময়সূচি ছিল না। আগামী পহেলা সেপ্টেম্বর থেকে এটা কার্যকর হবে। আশা করছি, সবাই নিজ নিজ জায়গা থেকে সর্বাত্মকভাবে আমাদের সহযোগিতা করবে।’

আরও পড়ুন: গ্রাহকের ৬৪ কোটি টাকা আত্মসাৎ করেন শারমিন-তানিয়া

তাপস বলেন, ‘নির্দিষ্ট সময়ে শহর পরিচালনার এমন পদ্ধতি সারা বিশ্বেই প্রচলন আছে। সেই হিসেবে আমরা ঢাকা শহরকেও একটি নির্দিষ্ট সময় পরিচালনা করতে চাই। আমাদের গণবিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট সময়ের পর সব ধরনের দোকান-পাট বন্ধ থাকবে।’

এর আগে সোমবার (২২ আগস্ট) একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। তাতে উল্লেখ করা হয়, বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত দাম বাড়ার পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপণি বিতান, কাঁচাবাজার বন্ধ রাখার জন্য গত ১৬ জুন প্রধানমন্ত্রী কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অনুবৃত্তিক্রমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এখতিয়ারধীন সব এলাকায় শৃঙ্খলা এবং ঢাকা শহর পরিচালনার সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে জনস্বার্থে আগামী ১ সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট সময় অনুযায়ী এসব প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে।

অন্যদিকে চলচ্চিত্র প্রেক্ষাগৃহসহ চিত্তবিনোদনমূলক স্থাপনা, প্রতিষ্ঠানগুলো রাত ১১টার মধ্যে বন্ধ করতে হবে। এছাড়া সাধারণ ওষুধের দোকন রাত ১২টায় এবং হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান রাত ২টার মধ্যে বন্ধ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence