ট্রাকচাপায় মারা গেলেন মা, পেট ফেটে বেরিয়ে এলো সুস্থ নবজাতক

১৬ জুলাই ২০২২, ০৬:১৩ PM

© সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছে গর্ভে থাকা সাত মাস বয়সী নবজাতক।

আজ শনিবার (১৬ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে পৌর শহরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খান ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, স্বামী জাহাঙ্গীর আলম, স্ত্রী রত্না বেগম ও শিশু সন্তান সানজিদা। তাদের বাড়ি ত্রিশাল উপজেলায়। 

জানা গেছে, অন্তঃসত্ত্বা স্ত্রীর আলট্রাসনোগ্রাফি করাতে বাড়ি থেকে ত্রিশাল এসেছিলেন জাহাঙ্গীর। রাস্তা পারাপারের সময় ময়মনসিংহ গামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী, স্ত্রী ও সন্তান মারা যায়। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেছে গর্ভে থাকা সাত মাস বয়সী নবজাতক। সড়ক দুর্ঘটনার সময় অন্তঃসত্ত্বা নারীর পেট ফেটে সাত মাসের নবজাতক বেরিয়ে যায়। 

এই নবজাতক এখন বেঁচে আছেন। পরে তাকে ভর্তি করা হয়েছে ময়মনসিংহের সিবিএমসিবি হাসপাতালে। 

ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী মালবাহী ময়মনসিংহগামী ঢাকা মেট্রো-ট-২০-৩৫৮০ ট্রাকটি একই পরিবারের তিনজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। তবে ভূমিষ্ঠ নবজাতক শিশুটিকে উদ্ধার করে মমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

পে-স্কেল নিয়ে পূর্ণ কমিশন সভার তারিখ জানাল কমিশন
  • ০৬ জানুয়ারি ২০২৬
এসএসসি পরীক্ষার সুযোগ চেয়ে স্কুলে তালা ৭ বিষয়ে ফেল করা শিক্…
  • ০৬ জানুয়ারি ২০২৬
বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ১৫
  • ০৬ জানুয়ারি ২০২৬
ওসমান হাদির খুনি ফয়সাল কোথায় জানালেন ডিবি প্রধান
  • ০৬ জানুয়ারি ২০২৬
চুয়েট ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ, দেখুন এ…
  • ০৬ জানুয়ারি ২০২৬
এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
  • ০৬ জানুয়ারি ২০২৬