আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চিকিৎসককে তুলে নেওয়ার অভিযোগ

ডা. এস আর নজরুল
ডা. এস আর নজরুল  © টিডিসি ফটো

সাভারে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চিকিৎসক ডা. এস আর নজরুলকে (৩৮) অপহরণের অভিযোগ উঠেছে। ডা. নজরুলের স্ত্রী কুলসুম আক্তার এই অভিযোগ করে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডা. এস আর নজরুল নবদিগন্ত ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের মালিক বলে তার স্ত্রী জানিয়েছেন।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সাধারণ ডায়েরি থেকে জানা যায়, শনিবার (২ এপ্রিল) রাত ৯টার কিছু সময় পর আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ৭/৮ জন লোক হাসপাতালে আসেন। এ সময় তারা নিজেদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেন। ডা. নজরুলকে তাদের সঙ্গে থানায় যেতে হবে বলে তারা নজরুলকে নিয়ে যান। এরপর থেকে ডা. নজরুলকে আর খোঁজে পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন : স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থীদের চাকরি দেবে ডিজিকন

এ ব্যাপারে স্ত্রী কুলসুম আক্তার জানান, তাকে তুলে নেওয়ার পর থেকে আর কোনো খোঁজ পাচ্ছি না, ফোন বন্ধ রয়েছে। থানাসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে খোঁজ নিচ্ছি। কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম জানান, পরিবারের লোকদের সঙ্গে কথা বলেছি। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।


সর্বশেষ সংবাদ