ইবতেদায়ি মাদ্রাসা
সরকারিকরণ আন্দোলনে অসুস্থ হয়ে হাসপাতালে ৪ শিক্ষক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ০৬:২২ PM , আপডেট: ২৩ মার্চ ২০২২, ০৬:২২ PM
ইবতেদায়ি মাদ্রাসা সরকারিকরণের দাবিতে গত তিনদিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। আন্দোলনরত অবস্থায় চার শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন, ভোলার প্রধান শিক্ষক নাছরিন আক্তার, নাজমা আক্তার, কুমিল্লার প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন এবং টাঙ্গাইলের প্রধান শিক্ষক মো. নাজমুল হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের মুখপাত্র মো. শামসুল আলম। তিন দিনের অবস্থান কর্মসূচিতে চার জন শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
এদিকে ইবতেদায়ি মাদ্রাসা সরকারিকরণের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন আন্দোলনরতরা। তারা বলছেন, তিনদিনের অবস্থান কর্মসূচিতে সরকারের সাড়া না পাওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
আরও পড়ুন: শতবর্ষী ১৬ কলেজকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী
এ প্রসঙ্গে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের সদস্য সচিব মো. তাজুল ইসলাম ফরাজী বলেন, আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে পদযাত্রা করে স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো সরকারিকরণ, রেজিস্ট্রেশন পাওয়া মাদ্রাসাগুলো শিক্ষা বোর্ডে অন্তর্ভুক্ত করাসহ ৮ দফা দাবিতে গত সোমবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে তৃতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট করছেন শিক্ষকরা।
আরও পড়ুন: দেড় মাসের মধ্যে গাকসু নির্বাচন: ডা. জাফরুল্লাহ
তাদের ৮ দফা দাবি হলো-
*প্রাথমিক বিদ্যালয়ের মত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো সরকারিকরণ।
*স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা নীতিমালা-২০১৮ বাস্তবায়ন করা।
*স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার ডাটাবেজ চূড়ান্ত করা।
*মাদ্রাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার করা।
*রেজিস্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো মাদ্রাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্ত করা।
*প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করা।
*প্রাথমিক বিদ্যালয়ের মত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় একজন অফিস সহায়কের পদ সৃষ্টি করা।
*স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার পঞ্চম শ্রেণি সমাপনী পরীক্ষার অটোপাসের প্রজ্ঞাপন জারি করা।