শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেলে রহস্যময় আগুন, তদন্ত কমিটি

শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ
শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ  © সংগৃহীত

শহাীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে হাসপাতালে রহস্যময় আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচ সদস্যের এই কমিটিকে আগামীকালের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গতকাল হাসপাতালের নতুন ভবনের আন্ডারগ্রাউন্ড ও রান্নাঘরের সিঁড়ির পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল সাড়ে ৮টা এবং রাত সাড়ে আটটায় দুই দফায় আগুন লাগে হাসপাতালটিতে। তবে এসব আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, সকালে প্রথমে হাসপাতালে আগুন লাগার খবর পাই। নতুন ভবনের আন্ডারগ্রাউন্ডে থাকা পরিত্যক্ত মালামালে আগুন লাগে। পরে ২০ মিনিটের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে রাতে আবারও একই ভবনের নিচতলায় পরিত্যক্ত কাগজপত্রের স্তুপে আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই হাসপাতালের কর্তৃপক্ষ আগুন নিভিয়ে ফেলে।

আরও পড়ুন- কুবির হলে বিদ্যুৎ ফিরল

হাসপাতাল সূত্র জানায়, নতুন ভবনের আন্ডারগ্রাউন্ডে সিরিঞ্জ, ঔষুধ ও স্যালাইনের পরিত্যক্ত মালামাল রাখা ছিলো। আগুন লাগার ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও রোগী ও তাদের স্বজনরা আতংকিত হয়ে পড়েন। তারা হাসপাতাল থেকে দৌঁড়ে বের হয়ে যান।

একইদিনে দুইবার আগুন লাগার ঘটনাকে রহস্যজনক বলছেন সংশ্লিষ্টরা। যে কারণে মেডিকেল কর্তৃপক্ষ ঘটনা তদন্তে হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

হাসপাতালের পরিচালক তপন কান্তি সরকার বলেন, ঘটনার পেছনে কোনো নাশকতা রয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence