সূর্যের ভাসমান মরদেহ উদ্ধার, সৈকতের স্রোতে নিখোঁজ আরেক ছাত্র

সূর্য ঘোষ
সূর্য ঘোষ  © সংগৃহীত

বরগুনায় পিকনিকে গিয়ে নিখোঁজ ৭ম শ্রেণির শিক্ষার্থী সূর্য ঘোষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১১ মার্চ) সকাল ৫টায় নদীতে ভাসমান অবস্থায় জেলেরা তার লাশ উদ্ধার করে।

আলতাফ হোসেন নামের এক জেলে জানান, সাগরে ভেসে যেতে দেখে জেলেরা মৃতদেহ উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন। পরে পাথরঘাটা কোস্টগার্ড ক্যাম্প সদস্যরা গিয়ে মৃতদেহ ক্যাম্পে নিয়ে আসে।

আরও পড়ুন: নোবিপ্রবিতে হচ্ছে শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট

সন্তানকে হারিয়ে শোকের মাতম চলছে সূর্য ঘোষের পরিবারে। এর আগে গতকাল বৃহস্পতিবার পাথরঘাটার লালদিয়া এলাকায় সাগরের মোহনায় চরে খেলতে যায় সূর্যের সহপাঠীরা। এরপর তাদের সঙ্গে সূর্যও বিষখালী নদীতে গোসল করতে যায়। নদীতে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়।

এদিকে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সাঈদ হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে সৈকতের কলাতলী পয়েন্টে এ ঘটনা ঘটে। সাঈদ হোসেন কক্সবাজারের রামু উপজেলার শামসু আলমের ছেলে।

কক্সবাজার সৈকতে পর্যটক সেবায় নিয়োজিত বীচকর্মী মাহাবুবুর রহমান জানান, সকালে সাঈদ ও তার আরেক বন্ধু সাগরে গোসল করতে নামে। এর মধ্যে স্রোতের টানে দুইজন ভেসে যায়। তবে একজনকে উদ্ধার করা হলেও সাঈদ স্রোতের টানে হারিয়ে যায়। তার খোঁজে আমরা এখনো কাজ করছি।


সর্বশেষ সংবাদ