বৃষ্টিপাতের পর আরেক দফা বাড়তে পারে শীত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৯ PM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৯ PM
দেশের বিভিন্ন স্থানে শীতের প্রকোপ কমে তাপমাত্রা বাড়তে শুরু করলেও আগামী সপ্তাহের শুরুর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর সারা দেশে শৈত্যপ্রবাহের মাধ্যমে শীত বাড়তে পারে। তবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে শীতের অবসান হতে পারে।
আরও পড়ুন: ‘বিয়ার’ পান করেন ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া সেই আলমগীর!
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, গত কয়েকদিন ধরে তাপমাত্রা বাড়ছে। ইতোমধ্যে বৃষ্টিপাতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবারে শ্রীমঙ্গলে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং বুধবার চট্টগ্রামে কয়েকটা জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার ও রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগ পর্যন্ত সারাদেশে তাপমাত্রা বাড়তির দিকে থাকলেও বৃষ্টিপাতের পর আবার তাপমাত্রা কমতে শুরু করবে।
আরও পড়ুন: মেসেঞ্জার চ্যাটের স্ক্রিনশট নিলে জানতে পারবে অপর ব্যবহারকারী
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আরও জানান, দিনের ব্যাপ্তি বাড়তে শুরু করায় আগের তুলনায় এখন অনেক সময় ধরে সূর্যের আলো পাওয়া যাবে। ফলে ধীরে ধীরে মানুষের মধ্যে শীতের আমেজ কমে আসবে। তবে আরও দুই সপ্তাহ স্থানভেদে শীত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
এদিকে, আজ বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, রাজধানী ঢাকার তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময়ে বিশেষ করে রংপুর ও রাজশাহীর কোথাও কোথাও শৈত্যপ্রবাহ থাকতে পারে।