চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহ, বৃষ্টির সম্ভাবনা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ০৬:২৮ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২২, ০৬:২৮ PM
রাজধানীতে শীতের প্রকোপ বেশি না হলেও দেশের উত্তরাঞ্চলসহ অনেক জায়গায় চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। চলতি মাসে এই শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৫ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ কাওসার পারভীন বলেন, এ মাসের ১২ বা ১৩ তারিখে বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির পরপরই তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। শীতকালে স্বাভাবিক যে বৃষ্টিপাত হয় এবারের জানুয়ারিতে তার চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: স্থায়ী অধ্যাপক নেই চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে
এছাড়া জানুয়ারি মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে মাঝারি বা ঘন কুয়াশা পড়তে পারে বলে দীর্ঘমেয়াদি পূর্বাভাস রয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ৬ টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়। সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা আলিয়া, শিক্ষার্থীদের বিক্ষোভ
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানান, দিনাজপুরে মঙ্গলবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের সর্বোত্তরের উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানায়, আকাশ পরিস্কার হওয়ার কারণে কুয়াশার পরিমাণ বেড়েছে। হিমেল হাওয়ার কারণে শীতের প্রকোপ আরও বেড়েছে বলেও জানান তারা।
আরও পড়ুন: নভেম্বরে স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন ৪৫ লাখ কর্মী
বিশ্বের বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজ্যুয়ালের পর্যবেক্ষণ অনুযায়ী, মঙ্গলবার ঢাকার বাতাস ছিল অস্বাস্থ্যকর। এর মধ্যে আবার এলাকাভেদে বায়ুর মানের পার্থক্য দেখা গেছে। বিকেল থেকে সবচেয়ে খারাপ বায়ু ছিল মিরপুর এলাকায়। সেখানে বাতাস ছিল খুবই অস্বাস্থ্যকর।
এদিকে প্রচণ্ড ঠাণ্ডার কারণে শীতকালীন রোগের প্রার্দুভাব বেড়েছে। হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়েছে। রোগীদের মধ্যে বেশির ভাগই শিশু ও বয়স্ক ব্যক্তি।